15-02-2023, 10:33 AM
(14-02-2023, 10:31 PM)Bumba_1 Wrote: এই ফোরামে এখন উচ্চমানের লেখার বড়ই অভাব। অনেকে সারা জাগিয়ে শুরু করে আবার হারিয়ে যায়। তার মধ্যে এত ভালো একটা লেখা এতদিন আমার চোখেই পড়েনি। হাবিজাবি থ্রেডের আড়ালে লুকিয়ে গিয়েছিল। যাইহোক, better late than never .. তবে একটার পর একটা থ্রেড শুরু করে চলেছ, শেষ করতে পারবে তো সবগুলো?
তোমাকে চিনি আমি বৌদিঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি সকালে চান করে চুল ঝাড়ো।আমি প্রতিদিন পড়ার বই ছেড়ে তাকিয়ে থাকিপঁয়ত্রিশ ছুঁই ছুঁই নরম শরীর ,কাজল মাখা চোখ ,বিশাল খোঁপা।তোমাকে আমি স্বপ্ন দেখি প্রতি রাতেতোমার পিঠ কাটা ব্লাউসের উঁকি মারা অন্তর্বাস হাওয়া লুকিয়ে দেখা নাভি পদ্মসব পরিষ্কার দেখতে পাই আমিদেখতে পাই তোমার মরু সাহারায় শুধু আগুন জ্বলছে ,,,অতৃপ্ত বাঁচা।
তোমার গৃহস্থের সংসারতোমার সূর্যে পোড়া দিন ,রাত্রে কেনা চাঁদ।আজ পাঁচ বছর কোনো দুর্ঘটনায় তোমার স্বামীর হারানো দু হাতদুই ছেলে মেয়ে ,অথৈ জলে সংসার।সব জানিরাতে যারা তোমার খোঁপায় গোঁজে হৃদয়ের ফুল আর কিনতে থাকে চাঁদতারা সকালে তোমাকে গালাগাল দেয় ,,বলে বেশ্যা।আমি জানি বেশ্যার মানে ,,,আমি ওদের গালাগালি দিকিন্তু বিশ্বাস করো এর বেশি কিছু আমি বলতে পারি না।
বৌদি কখনো যদি তোমার সময় হয়তবে আমাকে একটা রাট দিও।আকাশের চাঁদ ছিঁড়ে এনে কবিতা লিখবো সারা শরীরেসমস্ত মেঘেদের হুকুম দিয়ে ঐশ্বরিক কোনো স্পর্শ লিখে দেব তোমার খামচানো বুকে।আমাকে তুমি খারাপ ভেবো নাতুমি আমার প্রিয় কবিতা ,বাঁচার নেশা।তোমার অভিশপ্ত বুকে আমি সময় লিখে দেব ভালোবাসারকিন্তু সবটাই শুধু তোমার আমার।
যখন প্রথমবার আমার গুরুদেব ডি দে এলেন মহাবীর্য্য শুধু হুম্ বলল, তারপর সায়রা দেবী এলেন মহাবীর্য্য গম্ভীর হল, মিস্ত্রি সাহেব আসায় মহাবীর্য্যের কপালে ভাঁজ পড়ল, বাবান আসায় আর সহ্য করতে না পেরে ব্যাটা আমাকে কেঁদে কেঁদে কত কথাই না শোনালো আর শেষে যখন তুমি এলে তখন সেই যে চুপ করলো কখন থেকে ডেকে যাচ্ছি সাড়াই দেয় না! মাঝে মাঝে শুধু উঠে বসে আর হুহুহু করে ওঠে! তুমি মহাবীর্য্যের জ্যেষ্ঠ বেচারা তোমার আমার সখ্যতা সহ্য করতে পারছে না! দ্যাখো দিকিনি কেমন সমস্যা! আমার দোষ, আমি শুধু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম ধর তক্তা মার পেরেক গোছের কোন আদ্যন্ত পানু গল্প আজকের বাংলায় লিখতে পারি কী না! এইটুকু আমার অপরাধ! কিন্তু দেখো লিখলাম বলেই তো এত্তোলোক সাধু সাধু বললো, খোদ তুমি অব্দি তারিফ করলে! একবার তোমার অনুজকে বোঝাও দিকিনি। বাকী থ্রেডগুলো তোমার অনুজের সৃষ্টি, সে তো বলছে শেষ করবে তাই হয়তো বলা যায় দেরি করবে কিন্তু শেষ করবে। বাকী রইলো এই চুমু হামি থ্রেড এটা শেষ করা কোন ব্যাপার না, মাথা ঘামাতে হয় না এসব গল্পে তাই চাপ নিই নি। টাইপিং করার সময় পেলেই যথেষ্ট। আবার আসতে হবে কিন্তু, মহাবীর্য্য একা নয় আমিও তোমার ভাই সেটা ভুলে যেও না যেন।