15-02-2023, 12:28 AM
(13-02-2023, 09:18 AM)buddy12 Wrote: "কেউ কথা রাখেনি,
তেত্রিশ বছর কাটলো
কেউ কথা রাখেনি।
ছেলেবেলায় এক বোষ্টুমি
তার আগমনী গান
হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন
অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা
এসে চলে গেল,
কিন্তু সেই বোষ্টুমি আর এলো না,
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি ।"
লাইক ও রেপু দিলাম।
বাডি দা, কেন জানিনা ছোট্ট কবিতাটা পড়ে বড্ডো কষ্ট হল। কেউ কথা রাখেনি, নিজেকেই পাপিষ্ঠ মনে হচ্ছে। আপনার বোষ্টুমী আর অন্তরাটুকু শুনিয়ে যায় নি, তার আগমনী গান অপূর্ণই রয়েছে সে ভুলে গেছে, সেদিনের কিশোর আজ তেত্রিশের এক যুবক কিন্তু তবুও আজ দীর্ঘ পঁচিশ বছর জুড়ে শুধুই ওই শেষের অন্তরাটুকু না শুনতে পাওয়ার যন্ত্রণা চেপে রয়েছে, তার অপূর্ণতা বড্ডো ব্যাথা দিলো আমায়। রবিবার আমার লেখার দিন হয় কিন্তু খুব জকাজ এসে পড়ায় লিখতে পারিনি। এই সপ্তাহে আপনি আপডেট পাবেন, আপনার প্রতীক্ষা বোষ্টুমী না জানলেও আমি জানি তাই চুমু হামির নেক্সট পর্ব আনবোই পাক্কা প্রমিস।
প্রতিবার আপনি রেপু দেন আজ আমি দিচ্ছি।