14-02-2023, 09:28 PM
(14-02-2023, 07:11 PM)Baban Wrote: উফফফফ কেন জানি খুব ভালো লাগলো গল্পটা। না আজ এই প্রথমবার লেখন শৈলীর দিকে চোখ যায়নি। সেটা যতই উন্নত হোক না কেন এই গল্পের প্রেক্ষাপট হলো আসল জয়ী। এমন এক রাত যেন শেষ সুযোগ করে দিলো দুটো একা মানুষকে কাছে নিয়ে আসার। একটা ভরসা যে আমি আজও আছি তোমার জন্য, একটা বিশ্বাস আজও আছি তোমার হাতটিতে নিজের হাতে রাখার জন্য, আজও আছি সেই মধুর ধ্বনি তোমার কাছ থেকে শোনার জন্য। ♥️
তুমি থেকে তুই তে যাওয়ার অংশটা বুকে একটা মোচড় দিলো আমায়। সেটা লেখক হিসেবে ও পুরুষ হিসেবে তুমিও বুঝবে। অসাধারণ
এই রাত শুধু যে গানেরএই ক্ষণ এ দুটি প্রাণেরকুহু কূজনেরএই রাত তোমার আমার
তুমি আছো আমি আছি তাইঅনুভবে তোমারে যে পাইশুধু দুজনেরএই রাত তোমার আমারওই চাঁদ তোমার আমার
এই ধরনের মন্তব্য পেলে লেখার ইচ্ছে হাজারগুন বেড়ে যায়। আর তার সঙ্গে গানের লাইনগুলি উপরি পাওনা। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য