14-02-2023, 07:50 PM
শিবুদার ভ্যালেন্টাইন
শিবুদাকে জিজ্ঞাসা করলাম, তোমার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোনও গল্প নেই?
শিবুদা হেসে বলল, জীবনের সবথেকে বড় ঘটনাটাই তো আমার ভ্যালেন্টাইস ডে-তে ঘটেছিল রে। শুনবি?
আমি উৎসাহিত হয়ে বললাম, এখনই শোনাও।
শিবুদা বলল, তখন আমি কলকাতায় একটি মেসে থাকি আর কলেজে পড়াশোনা করি। কলেজে একটি মেয়েকে ভারি পছন্দ হল। বন্ধুরা বলল ভ্যালেন্টাইন্স ডে-তে একগোছা গোলাপ আর একটা লাভলেটার দিয়ে প্রপোজ কর। তো আমি ভাবলাম সকলে তো গোলাপ দিয়ে প্রপোজ করে, আমি কিছু আলাদা করি।
এক চেনা চাষীর কাছ থেকে বেশ কিছু কুমড়োফুল কিনে একটা বোকে বানালাম আর চিঠিতে লিখলাম-
মাননীয়া,
আপনার সমীপে সবিনয় নিবেদন এই যে, আমি শ্রীমান শিবুদা মাসাধিককাল হইল আপনার প্রেমে পতিত হয়েছি। কিন্তু কী করিয়া জানাইব তাহা বুঝিতে পারিতেছিলাম না, বন্ধুগন বলিল ভ্যালেন্টাইন্স ডে তে প্রপোজ করিলে তাহা বিফলে যায় না, বন্ধুগন আমাকে গোলাপফুলের কথা বলিয়াছিল, কিন্তু আমি ভাবিয়া দেখিলাম , গোলাপ তো দিনের শেষে ফেলিয়া দিতে হয়, আর তাহার মূল্যও অত্যধিক, তাই মাচার একেবারে তাজা কুমড়োফুল একগোছা আপনাকে উপহার দিলাম, এই ফুল দেখিতে সুন্দর তদুপরি ব্যাসন দিয়া ভাজিয়া খাইলে রসনাও তৃপ্ত হয়। আশা করি বড়া খাইয়া আপনি ফুলগুলির সদগতি প্রাপ্তি ঘটাইবেন। গুরুজনদের প্রণাম এবং আপনি আমার সশ্রাদ্ধ ভালবাসা গ্রহণ করিবেন।
ইতি
ভবদীয়
শিবুদা
আমি শিবুদার মুখে এমন চিঠির বয়ান শুনে হতবাক। বললাম সর্বনাশ, তুমি কী! নিশ্চয়ই সেই মেয়েটি তারপর দিন থেকে জীবনে তোমার আর মুখদর্শন করেনি?
শিবুদা হেসে বলল, তাহলের শোন পরের দিন কী হল। সেই মেয়েটি লাজুকমুখে আমার কাছে এসে একটি টিফিনকৌটো আর একটি চিঠি ধরিয়ে দিয়ে আবার লাজুক হেসে চলে গেল।
আমি চিঠি খুলে পড়লাম,
আমার প্রাণপ্রিয় শিবুদা,
গোলাপ ফুলের বদলে কুমড়ো ফুল দিয়ে যে প্রপোজ করতে পারে সে কোনও সাধারণ মানুষ নয়, মহাপুরুষ, কলিযুগে আপনি যে যুগাবতার হবেন তা আমার মন বলছে, আপনাকে আমার প্রথম দিন থেকেই খুব পছন্দ। কুমড়ো ফুলের বড়া আমরা খুব আনন্দ করে খেয়েছি, আর আমিও আপনাকে আমার বাড়ির সজনে গাছের ফুল দিলাম, যেহেতু আপনি মেসে থাকেন তাই হয়ত রান্নাবান্না সেইভাবে করতে পারেন না, তাই বাড়ি থেকে একেবারে ভেজেই নিয়ে এসেছি। আপনি খেলে খুব খুশি হব। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। লব ইউ শিবুদা।
আমি পুরো বোমকে গেলাম। মাথাটা ঘুরছিল। শুধু কোনওমতে জিজ্ঞাসা করলাম, সেই মহীয়ষী নারী কে শিবুদা?
শিবুদা মুচকি হেসে বলল, তোর বউদি, আবার কে !!!
শিবুদাকে জিজ্ঞাসা করলাম, তোমার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোনও গল্প নেই?
শিবুদা হেসে বলল, জীবনের সবথেকে বড় ঘটনাটাই তো আমার ভ্যালেন্টাইস ডে-তে ঘটেছিল রে। শুনবি?
আমি উৎসাহিত হয়ে বললাম, এখনই শোনাও।
শিবুদা বলল, তখন আমি কলকাতায় একটি মেসে থাকি আর কলেজে পড়াশোনা করি। কলেজে একটি মেয়েকে ভারি পছন্দ হল। বন্ধুরা বলল ভ্যালেন্টাইন্স ডে-তে একগোছা গোলাপ আর একটা লাভলেটার দিয়ে প্রপোজ কর। তো আমি ভাবলাম সকলে তো গোলাপ দিয়ে প্রপোজ করে, আমি কিছু আলাদা করি।
এক চেনা চাষীর কাছ থেকে বেশ কিছু কুমড়োফুল কিনে একটা বোকে বানালাম আর চিঠিতে লিখলাম-
মাননীয়া,
আপনার সমীপে সবিনয় নিবেদন এই যে, আমি শ্রীমান শিবুদা মাসাধিককাল হইল আপনার প্রেমে পতিত হয়েছি। কিন্তু কী করিয়া জানাইব তাহা বুঝিতে পারিতেছিলাম না, বন্ধুগন বলিল ভ্যালেন্টাইন্স ডে তে প্রপোজ করিলে তাহা বিফলে যায় না, বন্ধুগন আমাকে গোলাপফুলের কথা বলিয়াছিল, কিন্তু আমি ভাবিয়া দেখিলাম , গোলাপ তো দিনের শেষে ফেলিয়া দিতে হয়, আর তাহার মূল্যও অত্যধিক, তাই মাচার একেবারে তাজা কুমড়োফুল একগোছা আপনাকে উপহার দিলাম, এই ফুল দেখিতে সুন্দর তদুপরি ব্যাসন দিয়া ভাজিয়া খাইলে রসনাও তৃপ্ত হয়। আশা করি বড়া খাইয়া আপনি ফুলগুলির সদগতি প্রাপ্তি ঘটাইবেন। গুরুজনদের প্রণাম এবং আপনি আমার সশ্রাদ্ধ ভালবাসা গ্রহণ করিবেন।
ইতি
ভবদীয়
শিবুদা
আমি শিবুদার মুখে এমন চিঠির বয়ান শুনে হতবাক। বললাম সর্বনাশ, তুমি কী! নিশ্চয়ই সেই মেয়েটি তারপর দিন থেকে জীবনে তোমার আর মুখদর্শন করেনি?
শিবুদা হেসে বলল, তাহলের শোন পরের দিন কী হল। সেই মেয়েটি লাজুকমুখে আমার কাছে এসে একটি টিফিনকৌটো আর একটি চিঠি ধরিয়ে দিয়ে আবার লাজুক হেসে চলে গেল।
আমি চিঠি খুলে পড়লাম,
আমার প্রাণপ্রিয় শিবুদা,
গোলাপ ফুলের বদলে কুমড়ো ফুল দিয়ে যে প্রপোজ করতে পারে সে কোনও সাধারণ মানুষ নয়, মহাপুরুষ, কলিযুগে আপনি যে যুগাবতার হবেন তা আমার মন বলছে, আপনাকে আমার প্রথম দিন থেকেই খুব পছন্দ। কুমড়ো ফুলের বড়া আমরা খুব আনন্দ করে খেয়েছি, আর আমিও আপনাকে আমার বাড়ির সজনে গাছের ফুল দিলাম, যেহেতু আপনি মেসে থাকেন তাই হয়ত রান্নাবান্না সেইভাবে করতে পারেন না, তাই বাড়ি থেকে একেবারে ভেজেই নিয়ে এসেছি। আপনি খেলে খুব খুশি হব। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। লব ইউ শিবুদা।
আমি পুরো বোমকে গেলাম। মাথাটা ঘুরছিল। শুধু কোনওমতে জিজ্ঞাসা করলাম, সেই মহীয়ষী নারী কে শিবুদা?
শিবুদা মুচকি হেসে বলল, তোর বউদি, আবার কে !!!