13-02-2023, 03:48 PM
(12-02-2023, 09:12 PM)Bumba_1 Wrote: রনি, রজত, অর্ণব, রনির পিতৃদেব এবং মামণি, সুদীপ্তা, সঞ্জনা, প্রিয়াঙ্কা এবং last but not the least অনিন্দিতা .. এদের সকলের মধ্যে শুরুতেই আমার নজর কেড়েছিল অনিন্দিতার চরিত্রটি। এর প্রথম কারণ যদি হয় তার চারিত্রিক বৈশিষ্ট্য, দ্বিতীয় কারণ তার সঙ্গে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা।
বাথরুম থেকে ফেরার সময় ফ্রিজের পাশে দাঁড়িয়ে থাকা আপাতভাবে মনে হওয়া মেয়েটি যে সঞ্জনা নয়, সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। পরে তো ধীরে ধীরে তুমি সবকিছু প্রকাশ করেই দিলে। এবং রনির হাতে অনিন্দিতার হত্যার কথাটিও। তবে মৃত্যুর আগে বা বলা ভালো শাস্তি পাওয়ার আগে রনির বোধোদয় দেখে মনে শান্তি পেলাম।
বরাবরের মতোই সেরা তোমার এই নতুন ছোট গল্পটি। clp);
বাহ্ আমিও একমত। ওই নারী চরিত্র বাকিদের থেকে অনেকটা আলাদা। কিছুটা মিল ওই মায়ের সাথে থাকলেও আমি দুজনের মধ্যে অনেক তফাৎ খুঁজে পেয়েছি নিজেও।
শেষ অংশটা সত্যিই বড়ো অদ্ভূত লেগেছে আমারও। তাও ওটাই শ্রেয় বলে মনে করেছি ♥️
(12-02-2023, 09:38 PM)Papai Wrote: Pervert porchilam. Hotat dekhi notun short story ese gechey! 1st person view te lekha golpo gulo apnar chorom leveler hoy. Climax ta bapok laglo.
হটাৎ করে গল্পটা মাথায় আসতে লিখে ফেললাম। ♥️


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)