13-02-2023, 09:18 AM
(11-02-2023, 11:36 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আজ্ঞে রবিবার হালনাগাদ হইবে।
"কেউ কথা রাখেনি,
তেত্রিশ বছর কাটলো
কেউ কথা রাখেনি।
ছেলেবেলায় এক বোষ্টুমি
তার আগমনী গান
হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন
অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা
এসে চলে গেল,
কিন্তু সেই বোষ্টুমি আর এলো না,
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি ।"
লাইক ও রেপু দিলাম।