12-02-2023, 10:32 AM
(This post was last modified: 12-02-2023, 10:33 AM by anangadevrasatirtha. Edited 1 time in total. Edited 1 time in total.)
প্রস্তাবনা:
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।
লেখালিখিতে হাত পাকাবার পর থেকেই যৌন জ়ঁর-এর সাহিত্য আমার প্রিয় বিষয়।
কিন্তু একদম প্রথমেই সরাসরি এমন উত্তেজক কাহিনি নির্মাণের ক্ষেত্রে আমার নিজস্ব কিছু জড়তা ছিল। পরে-পরে সে-সব কাটিয়ে উঠে যখন লিখতে বসি, তখন সব প্লটই বড়ো দীর্ঘ হয়ে যেত।
সেই সূত্রেই 'পরের বউয়ের আদর' আমার প্রথম লেখা সম্পূর্ণ এবং সফল পানু-কাহিনি। এর সূত্র ধরেই পরবর্তীতে 'সেবাধর্ম' এবং 'নির্বাসনের পরে' ইত্যাদি দীর্ঘ লেখা রচিত হয়েছে।
লকডাউন সব মানুষের মধ্যেই অনেক পরিবর্তন আনল। আমিও তার ব্যাতিক্রম নই।
দীর্ঘ গৃহবন্দি দশা হঠাৎ আমাকে দিয়ে লেখানো শুরু করল ক্ষুদ্রাকৃতি বেশ কিছু পানু-গল্প; প্রায় নিয়মিত।
সেগুলিকেই আমি 'অনঙ্গর অণু-পানু' নাম দিয়ে নিয়মিত প্রকাশ করা শুরু করলাম।
কিন্তু লেখার গতিতে ক্ষুদ্র লেখা তার একমুখী ধারা বজায় রাখতে পারল না, তা ক্রমশই পল্লবিত হয়ে ছোটোগল্প, বড়োগল্প, এমনকি উপন্যাসেরও রূপ নিতে লাগল।
এর পাশাপাশি নিয়মিত লেখবার সুবাদেই হবে, অসচেতনভাবেই দু-চারটি এমন চরিত্র নির্মিত হয়ে গেল, যে তাদের নিয়ে series লিখে ফেললাম।
এই Series-চরিত্রদের মধ্যে প্রথমেই চিপকু এল ফিচেল এক কলেজছাত্র রূপে। তারপর ভকলু, আর তার পরিবার আরেকরকম রূপকে। অধ্যাপক মানিকবাবু এবং তাঁর অল্পবয়সী স্ত্রী সুমনা, অন্য আরেক দ্যোতনায়। রূপকথার ধাঁচায় তৈরি হয়ে গেল খান-দুই-তিন নুঙ্কুকুমারের কাহিনি।
‘গোয়েন্দা ছোঁকছোঁক, বলে একটা চরিত্র নির্মাণ করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তাকে নিয়ে একাধিক গপপের series লেখবার বাসনা, আমার অপূর্ণই রয়ে গিয়েছে।
হালে প্যান্টি আর জাঙিয়ার সংলাপধর্মী নাট্য-উপস্থাপনায় অন্তর্বাস series-এরও বেশ কিছু কাহিনি লিখে ফেলেছি।
এতো ফিরিস্তি দেওয়ার কারণ হল, এ সকল লেখার সিংহভাগই ২০২০-২১ সালে লকডাউনের অবসরে লেখা।
তখন থেকেই যাঁরা আমার লেখা নিয়মিত পড়ছেন, তাঁরা অনেকেই আমাকে সরাসরি অথবা ইঙ্গিতে বলতে চেয়েছেন, ভিন্ন গোত্রের লেখাগুলি ভিন্ন-ভিন্ন thread খুলে আমার post করা উচিৎ।
কিন্তু আমি তখন পরের পর লিখে যেতেই বেশি আনন্দ পাচ্ছিলাম; তাই সাজানোর দিকে বিশেষ মন দিইনি। সব লেখাকেই ওই 'অনঙ্গর অণু-পানু' thread-এই নিয়মিত পুড়ে গিয়েছি।
এখন আবার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। ঘরে-বাইরে বাধ্যতামূলক কাজের চাপ ও ব্যস্ততা বেড়ে গিয়েছে। ফলে নাগাড়ে আর লেখা হয়ে উঠছে না। কিন্তু পুরোনো লেখা কিছু নাড়াচাড়া করবার ফুরসত মিলছে মাঝে-মাঝে।
তাই এতোদিনে ঠিক করলাম, এবার আমার সিরিজ় লেখাগুলিকে চরিত্রভেদে নতুন ও পুরোনো কাহিনিগুলিকে একত্রিত করেই আলাদা-আলাদা thread-এ সাজানোর কাজটা শুরু করব।
তার প্রথম ধাপ হিসেবেই এই 'চিপকুর কাণ্ডকারখানা' thread-টির অবতারণা করা গেল।
এখানে চিপকু series-এর নতুন গল্পের পাশাপাশি, পুরোনো গল্পগুলিকেও একত্রে সংকলিত করবার ইচ্ছে রইল।
এ জন্য আপনাদের গঠনমূলক মতামত ও উৎসাহই আমার প্রধান চালিকাশক্তি।
ধন্যবাদ।