11-02-2023, 08:38 AM
(09-02-2023, 04:26 PM)Bumba_1 Wrote: এই উপন্যাসের বিষয়বস্তু এক কথায় প্রকাশ করা যায় না (অন্তত আমার পক্ষে সম্ভব নয়)। এখানে পরিবার, পারস্পরিক সম্পর্কের রসায়ন, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, ষড়যন্ত্র, রহস্য, প্রেম এবং প্রতিশোধ .. সবকিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই এই উপন্যাসকে নির্দিষ্ট কোনো prefix দেওয়া যায়নি .. writer's special এ রাখতে হয়েছে।
আরো দুটো জিনিস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমকামী যৌনতা আর খুব সামান্য হলেও অজাচার।