10-02-2023, 09:59 PM
(This post was last modified: 10-02-2023, 10:04 PM by কলমচি৪৫. Edited 1 time in total. Edited 1 time in total.)
পরিচ্ছেদ - ৩ঃ স্বর্ণালীর স্মৃতিচারণ ( অফ দ্যা ক্যামেরা)
# পর্ব - ১ - স্বর্ণালী ও পরিমলের প্রেম কাহিনী
*১
বিপাশা উঠে চলে যায়। কিন্তু স্বর্ণালী সেখানে বসেই থাকে আনমনা হয়ে। সে মনে মনে ফিরে গেছে তার কলেজের জীবনে, পরিমলদার কাছে পড়তে যাওয়ার দিনগুলোতে। বিপাশার কাছে সে সবটা বলেনি। সত্যের কিছুটা অপলাপ করেছে। সেও পরিমলকে খুব ভালোবাসতো। এমনকি তাদের মধ্যে আংশিক শারীরিক সম্পর্কও হয়েছিল। লজ্জার মাথা খেয়ে সে তার বাবাকে বলেছিলো পরিমলদাকে সে বিয়ে করবে, কিন্তু এবাড়ির বৈভবের কথা পদ্দি নাপতানির কাছে শুনে স্বর্ণালীর বাবার শীর্ণ চোখের তারা লোভের আলোয় চকচক করে উঠেছিল। স্বর্ণালীর গ্রামের পদ্দি মাসীই ওর জন্য এই সম্বন্ধ এনেছিলো। সে বাবাকে বুঝিয়েছিল রাজনারায়ণ বাবুর বড়ছেলে বিদেশে থাকে, ছোটো ছেলে ব্যাংকের বড় অফিসার, আর তাই তিনি মেজ ছেলেকেই তাঁর সম্পত্তির বেশিরভাগটা লিখে দিয়ে যাবেন। অগাধ সম্পত্তির কথা শুনে দারিদ্রতার সঙ্গে যুদ্ধরত ', আর দ্বিমত না করে দিন সাতেকের মধ্যে এক ফাল্গুন সন্ধ্যার কনে দেখা আলোতে স্বর্ণালীকে এখানেই জোর করে বিয়ে দিয়ে দেন। বাবার প্রতি অভিমানে অষ্টমঙ্গলার পর আর কোনদিন সে বাপের বাড়ি যায়নি।
# পর্ব - ১ - স্বর্ণালী ও পরিমলের প্রেম কাহিনী
*১
বিপাশা উঠে চলে যায়। কিন্তু স্বর্ণালী সেখানে বসেই থাকে আনমনা হয়ে। সে মনে মনে ফিরে গেছে তার কলেজের জীবনে, পরিমলদার কাছে পড়তে যাওয়ার দিনগুলোতে। বিপাশার কাছে সে সবটা বলেনি। সত্যের কিছুটা অপলাপ করেছে। সেও পরিমলকে খুব ভালোবাসতো। এমনকি তাদের মধ্যে আংশিক শারীরিক সম্পর্কও হয়েছিল। লজ্জার মাথা খেয়ে সে তার বাবাকে বলেছিলো পরিমলদাকে সে বিয়ে করবে, কিন্তু এবাড়ির বৈভবের কথা পদ্দি নাপতানির কাছে শুনে স্বর্ণালীর বাবার শীর্ণ চোখের তারা লোভের আলোয় চকচক করে উঠেছিল। স্বর্ণালীর গ্রামের পদ্দি মাসীই ওর জন্য এই সম্বন্ধ এনেছিলো। সে বাবাকে বুঝিয়েছিল রাজনারায়ণ বাবুর বড়ছেলে বিদেশে থাকে, ছোটো ছেলে ব্যাংকের বড় অফিসার, আর তাই তিনি মেজ ছেলেকেই তাঁর সম্পত্তির বেশিরভাগটা লিখে দিয়ে যাবেন। অগাধ সম্পত্তির কথা শুনে দারিদ্রতার সঙ্গে যুদ্ধরত ', আর দ্বিমত না করে দিন সাতেকের মধ্যে এক ফাল্গুন সন্ধ্যার কনে দেখা আলোতে স্বর্ণালীকে এখানেই জোর করে বিয়ে দিয়ে দেন। বাবার প্রতি অভিমানে অষ্টমঙ্গলার পর আর কোনদিন সে বাপের বাড়ি যায়নি।