10-02-2023, 04:19 PM
(10-02-2023, 03:10 PM)Bumba_1 Wrote: মন ভরে যাওয়ার মতো একটি পর্ব উপহার পেলাম আমরা। এইভাবেই লিখতে থাকো ভাই। সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। সবশেষে উনাকে নিয়ে তো কিছু বলতেই হয়। তাই "কথা"কে নিয়ে কথা দিয়ে বলি ..
কিছু কথা যায় না বলা খুব সহজেকিছু কথা বুঝতে যে হয় নিজ থেকে।কিছু কথা হাওয়া হয়ে যায় উড়েকিছু কথা স্বপ্ন নামায় দুই চোখে।কিছু কথা বলতে যে হয় গোপনেকিছু কথা শুনতে যে হয় নীরবে।কিছু কথা হয় যে বড় আবেগীকিছু কথায় হয় যে আবার মন ভারী।কিছু কথা যায় না বলা মুখ দিয়েকিছু কথা বলতে যে হয় চোখে চোখে।কিছু কথা ফুটায় হাসি ওই ঠোঁটেকিছু কথায় জল গড়ায় গাল বেয়ে।কিছু কথা কাঁপায় শরীর খুব রাগেকিছু কথায় ভালোবাসার ফুল ফুটে।কিছু কথা ভয় পাওয়ায় খুব বেশীকিছু কথায় অভিমানী হয় সবই।কিছু কথা শুনে ও আমরা না শুনিকিছু কথায় আটকে আছি এই আমি।কিছু কথা হয় যে সত্য, কিছু কথা মিথ্যেকিছু কথায় ভালো খারাপ থাকে যে একত্রে।
দাদা তোমরা ছিলে বলেই তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল এসব অখাদ্য লেখা লেখে চলেছি..
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।