Thread Rating:
  • 22 Vote(s) - 2.82 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Erotic Thriller আত্মার অদল বদল - এক অদ্ভুত বিচিত্র কাহিনী
#5
সুমিতের বাবা একজন বায়োটেকনোলজিস্ট। নিজস্ব ল্যাব আছে , দেশ বিদেশে খ্যাতি আছে। কিন্তু তাতে তাঁর মন ভরেনা। সে এক যুগান্তকারী সৃষ্টি করতে চায় , যা সভ্য সমাজে করা মানা। স্বভাবতই সরকার থেকে পারমিশন পাওয়া যাবেনা এহেন এক্সপেরিমেন্টের জন্য। তাই পোস্ট ডক্টরেট বায়োটেকনোলজিস্ট ডক্টর সুরেশ কুমার রায় নিজের পার্সোনাল ল্যাবেই সব লোকচক্ষুর আড়ালে নিজের এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করে চলেছে। সুরেশের ছেলে সুমিত একজন ইঞ্জিনিয়ার , আইটি সেক্টরে কাজ করে। বাবার মতো অতো মেধাবী না হলেও পড়াশুনোয় বেশ ভালো ছিল। ২৬ বছর বয়স , প্রেম করে বিয়ে। কলেজ কমপ্লিট করে চাকরি পেয়েই সে তার কলেজের বান্ধবী পূজাকে বিয়ে করে নিয়েছে।

ডক্টর সুরেশ কুমার রায়ের এখন স্ত্রী ছেলে ও পুত্রবধূ নিয়ে ভরা সংসার। তার স্ত্রী রেবিকা ও পুত্রবধূ পূজা দুজনেই এখন হাউসওয়াইফ। ছেলের অফিস থাকে , আর বাবার ল্যাব , নিজস্ব ল্যাব যেখানে তিনি ইচ্ছেমতো অনেক কিছু রিসার্চ করেন। সুমিত প্রতিদিন অফিস যাওয়ার আগে তার বাবাকে তেনার ল্যাবে ড্রপ করে দিয়ে যায়। সুমিতের তাড়া থাকলে বাড়ির অন্য গাড়ি করে ড্রাইভার পৌঁছে দ্যায় সুরেশ বাবুকে। কারণ সুরেশ বাবু নিজে ড্রাইভ করতে জানেন না।

সুরেশ ও রেবিকার বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছিল। তাদের পরিবার ছিল পূর্ব পরিচিত , অর্থাৎ সুমিতের মামার বাড়ি ও বাবার বাড়ির কথা বলা হচ্ছে। সুরেশ বাবু প্রথম থেকেই খুব মেধাবী একজন ছাত্র ছিলেন। বিদেশ থেকে পড়ালেখা করে ফেরার পর রিসার্চের কাজে মন দিলেন। সুমিতের ঠাকুরদা অর্থাৎ সুরেশবাবুর বাবা ঠিক করলেন ছেলের আগে বিয়ে দিয়ে দেবেন যাতে ছেলের মন সংসারে বজায় থাকে। যেমন ভাবনা তেমন কাজ। নিজের বন্ধুর মেয়ে মাত্র ১৮ বছর বয়সী রেবিকা চোধুরীর সাথে ধুমধাম করে বিয়ে দেওয়া হলো সুরেশ কুমার রায়ের। রেবিকার সাথে সুরেশের বয়সের পার্থক্য ছিল প্রায় ১৫ বছর। অর্থাৎ যেখানে রেবিকা দেবীর বিয়ে হয়েছিল মাত্র ১৮ বছর বয়সে তখন সেখানে তার নববিবাহিত স্কলার স্বামীর বয়স ছিল প্রায় ৩৪ ছুঁই ছুঁই। বছর ঘুরতে না ঘুরতে সুমিত এলো পেটে। তাই সুমিতের সাথে তার মায়ের বয়সের পার্থক্য মাত্র ১৯ বছরের।

রেবিকা দেবী নিজেকে এতো মেইনটেইন করে চলতো যে ছোটবেলায় সবাই সুমিতকে মজা করে বলতো ওটা তোর মা নয় , তোর দিদি। রেবিকা এসবকে কমপ্লিমেন্ট হিসেবেই নিতো। তার স্বামী ছিল রসকষহীন বৈজ্ঞানিক মানুষ। রোম্যান্স বলে যে কোনো একটা জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে সেটা সুরেশ বাবুর হয়তো জানা ছিলোনা। তাই রেবিকা দেবীর জীবন ছিল একেবারে ম্যাড়ম্যাড়ে। তবুও তার কোনো অভিযোগ ছিলোনা তার স্বামীর প্রতি। কারণ সে জানতো তার স্বামী একজন বৈজ্ঞানিক। আর বৈজ্ঞানিক ব্যক্তিদের সময়ের দাম অন্য সবার থেকে অনেক বেশি। তাই রেবিকা দেবী তার এই সাংসারিক জীবনকে মেনে নিয়েছিল , এবং নিজের মনোযোগ ঘনীভূত করেছিল নিজের ছেলেকে মানুষ করার দিকে।

উল্টোদিকে পূজা ভাবতো তার স্বামী কেন তার শ্বশুর মশাইয়ের মতো এতো সফল নন। তার শশুড় মশাইয়ের নিজস্ব ল্যাব আছে , তিনি নিজেই নিজের মর্জির মালিক। যখন ইচ্ছে হবে যাবেন , যখন ইচ্ছে হবে যাবেন না। আর ওদিকে সুমিতকে চলতে ঘড়ি ধরে , প্রতিদিন সঠিক সময়ে অফিস যাওয়া , অফিস থেকে আসা। এই তো হয়েগেছে জীবন। মাঝে মাঝে সে সুমিত কে বলতো , চাকরি ছেড়ে দিয়ে স্টার্ট-আপ খুলতে। তার বাবার তো কম পয়সা নেই। ইনভেস্টমেন্টেও টাকার অভাব হবেনা , লোকসান হলেও টাকা ফুরিয়ে যাবে না। কিন্তু এই যৌবন যদি ফুরিয়ে যায় , তাহলে কি তা ফিরে আসবে ? কিন্তু সুমিত যে চায় একটা সিকিউর লাইফ। সে যে অতো রিস্ক নিতে চায়না। তাই পূজার উদ্ভট সব বুদ্ধিকে সুমিত এন্টারটেইন একেবারেই করতো না।

সাম্প্রতিক কালে সুরেশবাবু তার ছেলে সুমিতকে ডেকে একটা গোপন কথা শেয়ার করলো যেটা সে কাউকে বলতে পারছিলো না। সে এক্সপেরিমেন্ট করছে তাঁর একটা নতুন প্রজেক্টের উপর যা জীবজন্তুর লাইফটাইম অনেক গুণ বাড়িয়ে দিতে পারে , কিন্তু সরকার এই এক্সপেরিমেন্টে কিছুতেই সায় দেবেনা। এরকম কৃত্রিম ভাবে জীবজন্তুদের আয়ু বৃদ্ধি করলে ইকো-সিস্টেম ধ্বংস হয়ে যাবে যে। তাই তাকে নীরবেই এই এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে হচ্ছে এবং যেতে হবে।
Like Reply


Messages In This Thread
RE: আত্মার অদল বদল - এক অদ্ভুত বিচিত্র কাহিনী - by Manali Basu - 10-02-2023, 02:36 PM



Users browsing this thread: 1 Guest(s)