10-02-2023, 12:54 PM
প্রেমের গল্প লেখা সোজা কথা নয় ভায়া। আমি 'তোমাতে আমাতে দেখা হয়েছিলো ' মতো চার পর্বের গল্প লিখতে অতটা কষ্ট পাইনি যতটা এক পর্বের 'দূরত্ব' লিখতে গিয়ে হয়েছি। কারণ তাতে ছিলোনা কোনো মায়াবী ব্যাপার। পুরটাই বাস্তবের মাটির সাথে যুক্ত। তাতে ছিল ঠিক ভুলের হিসেব। তাই সেটা বড্ড কষ্টকর।
আজ এই গল্প পড়তে পড়তে বারবার ভাবি লাইন গুলো লেখার সময় লেখক হিসাবে কি যায় তোমার ওপর দিয়ে। সাথে যদি থাকে অতীতের কিছু অংশের ছিটেফোঁটা। অন্যতম সেরা পর্ব ছিল এটা এই গল্পের। রঙিন বর্ণে জ্বল জ্বল করতে থাকা ওপরের লাইনে যে ভাবে পুরুষের ভেতরের চিন্তাশীল রূপটার পাশাপাশি অন্তরের চাহিদার পাগলামিটা ফুটিয়ে তুল্লে উফফফফফ সাংঘাতিক! আর তার সাথে এক মেয়ের অন্তরের ইচ্ছে কিন্তু তার মধ্যেকার মাতৃত্বের সংঘাত। অসাধারণ ♥️♥️♥️♥️
আজ এই গল্প পড়তে পড়তে বারবার ভাবি লাইন গুলো লেখার সময় লেখক হিসাবে কি যায় তোমার ওপর দিয়ে। সাথে যদি থাকে অতীতের কিছু অংশের ছিটেফোঁটা। অন্যতম সেরা পর্ব ছিল এটা এই গল্পের। রঙিন বর্ণে জ্বল জ্বল করতে থাকা ওপরের লাইনে যে ভাবে পুরুষের ভেতরের চিন্তাশীল রূপটার পাশাপাশি অন্তরের চাহিদার পাগলামিটা ফুটিয়ে তুল্লে উফফফফফ সাংঘাতিক! আর তার সাথে এক মেয়ের অন্তরের ইচ্ছে কিন্তু তার মধ্যেকার মাতৃত্বের সংঘাত। অসাধারণ ♥️♥️♥️♥️