09-02-2023, 09:26 PM
(This post was last modified: 09-02-2023, 09:28 PM by issan69. Edited 2 times in total. Edited 2 times in total.)
(09-02-2023, 03:38 PM)Manali Basu Wrote: "yes madam , আমার হাত পাকা হাত , প্রচুর এক্সপেরিয়েন্স রয়েছে। সো কোনো চিন্তা করো না। "
দোটানা মন নিয়ে কুসুম উঠে বসলো স্পিড বোটে। সেদিক থেকে অনিল ছিল বিন্দাস , ও ওর বন্ধুর উপর পূর্ণ আস্থা রেখেছিলো। ভরসা ছিল বন্ধুর অভিজ্ঞতার উপর। স্পিড বোট নিয়ে রওনা দিলো রাহুল , সাথে অনিল ও কুসুম। কিচ্ছুক্ষণ যাওয়া বাবৎ হঠাৎ নদীতে বাঁক এলো , টাল সামলাতে পারলো না রাহুল। নৌকাডুবি ঘটলো। যেকোনো মতে রাহুল অনিল ও কুসুমকে উদ্ধার করলো। কুসুম তাও একটু আধটু সাঁতার জানতো , অনিল তাও না। তাই দুজনকে সামলাতে গিয়ে কারোর ব্যাগ রাহুল বাঁচাতে পারলো না। শুধু সাঁতরে নিজের ব্যাগ টুকু উদ্ধার করতে পারলো। যেমন তেমন করে ভাসতে ভাসতে তারা গিয়ে উঠলো এক নির্জন দ্বীপে। যেখানে কোনো মানুষের আনাগোনা নেই।
তিনজনের মাথায় হাত। এবার কি করবে তারা ? কে উদ্ধার করবে তাদের ?
রাহুল দেখছি মুখেন মারিতং জগৎ।
কার্যক্ষেত্রে দেখা গেল তার বেশ কাঁচা হাত। ভাল শুরু। লাইক ও রেপু রইল।