08-02-2023, 12:53 PM
(07-02-2023, 10:55 PM)দীপ চক্কোত্তি Wrote: দেবশর্ম্মা মহোদয়, আপনার মন্তব্য এই অধমের দুর্বল কলমে উৎসাহের মসী প্রদান করিল। আপনার রেপু ভগবানের আশীর্বাদের মতো বর্ষিত হইল, এবং কৃতজ্ঞচিত্তে গৃহীত হইল।
প্রসঙ্গত আমার আরও দু'টি উপন্যাস (পূর্ববর্তী ফোরামে বহুচর্চিত ও জনপ্রিয়) এই মূূহূর্তে চলিতেছে।
১) সেক্টর ফাইভের সেক্স
২) এস টি সেক্স
পড়িয়া আপনার মূল্যবান মতামত দিলে বাধিত হইব
আপনি মসী ঘষিতে থাকুন তাহা হইতে অসম্ভব সকল সৃষ্টি এই গসিপি নামক বসুধায় আসিয়া আমাদিগকে মোহিত করিয়া দিক ইহাই আমার জগদীশ সমীপে কামনা রহিল। আপনার এসটি সেক্স সম্প্রতি পাঠ করিতেছি কহা চলে তখন হইতেই আপনার রচনার গুণমুগ্ধ ভক্ত হইয়াছি। সেক্টর ফাইভের সেক্স বোধকরি এক পর্ব্ব পঠন হইয়াছে উত্তরপর্ব্বগুলিতে সময়াভাব যাইতে দেয় নাই তাহার জন্য আমি লজ্জ্বিত ও ক্ষমাপ্রার্থী। এসটি সেক্স শেষ করিয়াই উহাতে মন দিব।
গতকল্য আপনি আমার চুমু হামি শীর্ষক একটী চটুল আদ্যন্ত কাম নির্ভর পানু কাহিনীতে দর্শন দিয়াছিলেন। আমি যে আনন্দিত হই নাই মহাশয় তাহা নহে। খুব আনন্দিত হইয়াছি। কিন্তু আপনার লেখনী মারফৎ কামদেব ২০১৬ আর দীপ চক্কোত্তিকে যতটুকু বুঝিয়াছি তাহাতে আমার মনে হইয়াছে আপনি যদি আমার মহাবীর্য্য ভাণ্ডারে দর্শন দেন বা আষাঢ়ে গপ্পে তাহা হইলে আমি কৃতার্থ হইব। আদত মহাবীর্য্য দেবশর্ম্মা ঐখানেই রহিয়াছে। আমার প্রোফাইলে গিয়া দক্ষিণদিকে চাহিলেই ভাণ্ডারের সদর দরজা পাইয়া যাইবেন।
চুমু হামি লিখিবার ইচ্ছা ছিল না মহাশয়, কিন্তু মহাবীর্য্য চাহিলে পানু লিখিতে পারে কীনা এবং তথাকথিত চলিতরূপে আধুনিক বানানবিধিতে লিখিতে পারে কীনা ইহা পরীক্ষা করিবার উদ্দেশ্যেই ওই থ্রেডখানির সূত্রপাত করিয়াছিলাম। কিন্তু বাস্তবে আমি কামকাহিনীতে তেমন পটু নহি। যৌনদৃশ্যের অবতারণা করিতে গেলে আমার তুলিতে কালির টান পড়িয়া যায় পাশাপাশি চলিতরূপে বর্ত্তমান বানানবিধিতে মহাবীর্য্য অবতারে লিখিতেও তেমন দড় নহি। এই দরিদ্র প্রতিভাহীন দ্বিজ ', নিজ সামর্থ্য সম্পর্কে সম্যক অবহিত তাও গতকল্য ওই গণ্ডী ভাঙ্গিবার একখানি ক্ষুদ্র প্ৰচেষ্টা করিয়াছিলাম। কিন্তু যে ক্ষুদ্র পাঠকমণ্ডলী আমার আছে তাঁহাদের কাহাকেও আসিতে বলি নাই কারণ জানি তাঁহারা মহাবীর্য্যের এমনধারা রূপ পছন্দ করিবেন না, মহাবীর্য্য নিজেও আপনার ওই রূপ পছন্দ করে নাই। তবে ইহার অর্থ এই নহে যে চলিতরূপী।সাধুরূপী কামকাহিনী পড়িতে পছন্দ করি না, খুবই পছন্দ করি মহাশয়। বোধকরি আমার পাঠক ও লেখকসত্ত্বা ভিন্ন হইয়াছে লিখন ও পঠন কালে!
মহাবীর্য্য ভাণ্ডারে আমার দুইটী ক্ষুদ্র কাহিনী রহিয়াছে, সরলবাবুর সরলতা আর রাজনন্দিনীর সলিল সমাধি। আমি আপনাকে অনুরোধ করিব ওই দুইটী পাঠ করিবার জন্য। বড়জোর মিনিট পাঁচেক লাগিবে একেকটিতে। ইহার মধ্যে রাজনন্দিনী এই শর্ম্মার মাস্টারপিস বলিয়া বিবেচিত হয়। এইগুলি পাঠ করিবা পশ্চাৎ ইচ্ছা হইলে ভাণ্ডারে আগাইয়া মহাযোদ্ধা অচিন্ত্য নামক পৌরাণিক কাহিনী পড়িতে পারেন নাও পারেন। আর সম্প্রতি প্রকাশিত আষাঢ়ে গপ্পোখানি বিরাটকায় এবং উহা গসিপির বিবিধ লেখকবর্গকে চরিত্ররূপে লইয়া রচিত হইয়াছে তাহার প্রথম পর্ব্ব বৃহস্পতির বিচ্যুতি নামে প্রকাশিত। বলা বাহুল্য, দীপ চক্রবর্ত্তী সাহেবও আছেন একটী চরিত্র হিসাবে। তাই উক্ত গপ্পোতে স্বয়ং চক্কোত্তি সাহেব আসিলে এই অধম ধন্য হইবে!
বিনীত,