Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(08-02-2023, 02:15 AM)nextpage Wrote: অরুন্ধতী ফিরে আসলো....দেবী রুপে শক্তির প্রকাশে।
ছেলেকে বাঁচাতে মায়ের আগমনে অনেকের কাছে এটা ভৌতিক ব্যাপার মনে হলেও আমি বলবো এটাই গল্পের শক্তি। যেখানে তুমি তোমার মতন করে ভাবতে পারো। সেই চিন্তাশক্তির প্রকাশ ঘটাতে পারো।
হয়তো খুন গুলো গোগোলের দ্বারাই করা কিন্তু প্রতিশোধ গুলো ছিল এক নারীর তাইতো অরুন্ধতী তে ফিরতেই হলো।

এত এত মৃত্যু দেখালে তোমার উপন্যাসে কিস্তু কাবেরী কে মারতে পারলে না তুমি? তাহলে কিসের লেখক হলে হ্যাঁ। ওকে কোন কাজে লেগেছে এই উপন্যাসে? আমার তো মেজাজটাই গরম হয়ে গিয়েছিল।

কিছু প্রশ্নের উত্তর খোঁজে পাওয়া যায় না, সত্যি করে বলতে কি কিছু প্রশ্নর উত্তর খুঁজতে নেই। আর সেই অজানা উত্তর গুলোর জন্যই বহুকাল অব্দি মনের মাঝে বেঁচে থাকবে এই লেখা গুলো। তাই বলি থাক না কিছু উত্তর বিহীন প্রশ্ন, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে মনে করাবে গোগোল হিয়াদের।

মুক্তিতে হয়তো উপন্যাসের শেষ হয়েছে তবে শুরু হয়েছে নতুন জীবনের, সেই জীবন হয়ে উঠুক নির্ঝঞ্ঝাট শান্ত মনোরম।

প্রথমেই বলি অনেক ধন্যবাদ একদম শুরু থেকে এই উপন্যাসের পাশে থাকার জন্য।  thanks এই উপন্যাসের নামেই যখন গোলকধাঁধা .. এই শব্দটা রয়েছে, তখন উপন্যাস শেষ হওয়ার পর পাঠকদের মনে অনেক প্রশ্ন উঁকি দেবে এবং তার উত্তর খুঁজতে খুঁজতে তারাও গোলকধাঁধায় জড়িয়ে যাবে এবং নিজের মতো করে উত্তর খুঁজে নেবে .. এটাই তো একজন লেখক হিসেবে আমি চেয়েছিলাম। এবং তোমাদের মন্তব্য শুনে মনে হচ্ছে আমি কিছুটা হলেও সফল হয়েছি। 

কাবেরী দেবীর বাচনভঙ্গি এবং সুযোগ পেলেই গোগোলকে আক্রমণ করা .. এই ব্যাপারটা তোমাদের সকলের খুব খারাপ লেগেছে সেটা বুঝতে পারছি। কিন্তু হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না, তাছাড়া উনি তো নিজের মেয়ের ভালো চাইবেন .. এটাই তো স্বাভাবিক। তাই সবাইকে নিয়ে চলতে হবে। উনি এমন কিছু অন্যায় করেননি, যে ওনাকে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে। শুধুমাত্র অরুন্ধতী ছাড়া (যদিও দেবী অরুন্ধতীদের মৃত্যু হয় না) বাকি যাদের মৃত্যু ঘটেছে এই উপন্যাসে, একটু ভেবে দেখলেই বোঝা যাবে, তাদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী, এমনকি অনিরুদ্ধ বাবুও।
হত্যাগুলো সত্যিই কি গোগোল করেছিলো, নাকি পর্ণা এবং বর্ণালী দেবীর কথাগুলোই ঠিক .. এর উত্তর আমার জানা নেই। ২২ এবং ২৩শে এপ্রিল গোগোল কি সত্যিই কলেজ এক্সপারশনে সুন্দরবন গিয়েছিলো .. এর সঠিক উত্তরও আমার জানা নেই। তবে একটা কথাই বলতে পারি, শেষ ভালো যার সব ভালো। ভালো থাকো সুস্থ থাকো এবং লিখতে থাকো।
[+] 2 users Like Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত) - by Bumba_1 - 08-02-2023, 11:42 AM



Users browsing this thread: 1 Guest(s)