08-02-2023, 02:15 AM
অরুন্ধতী ফিরে আসলো....দেবী রুপে শক্তির প্রকাশে।
ছেলেকে বাঁচাতে মায়ের আগমনে অনেকের কাছে এটা ভৌতিক ব্যাপার মনে হলেও আমি বলবো এটাই গল্পের শক্তি। যেখানে তুমি তোমার মতন করে ভাবতে পারো। সেই চিন্তাশক্তির প্রকাশ ঘটাতে পারো।
হয়তো খুন গুলো গোগোলের দ্বারাই করা কিন্তু প্রতিশোধ গুলো ছিল এক নারীর তাইতো অরুন্ধতী তে ফিরতেই হলো।
এত এত মৃত্যু দেখালে তোমার উপন্যাসে কিস্তু কাবেরী কে মারতে পারলে না তুমি? তাহলে কিসের লেখক হলে হ্যাঁ। ওকে কোন কাজে লেগেছে এই উপন্যাসে? আমার তো মেজাজটাই গরম হয়ে গিয়েছিল।
কিছু প্রশ্নের উত্তর খোঁজে পাওয়া যায় না, সত্যি করে বলতে কি কিছু প্রশ্নর উত্তর খুঁজতে নেই। আর সেই অজানা উত্তর গুলোর জন্যই বহুকাল অব্দি মনের মাঝে বেঁচে থাকবে এই লেখা গুলো। তাই বলি থাক না কিছু উত্তর বিহীন প্রশ্ন, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে মনে করাবে গোগোল হিয়াদের।
মুক্তিতে হয়তো উপন্যাসের শেষ হয়েছে তবে শুরু হয়েছে নতুন জীবনের, সেই জীবন হয়ে উঠুক নির্ঝঞ্ঝাট শান্ত মনোরম।
ছেলেকে বাঁচাতে মায়ের আগমনে অনেকের কাছে এটা ভৌতিক ব্যাপার মনে হলেও আমি বলবো এটাই গল্পের শক্তি। যেখানে তুমি তোমার মতন করে ভাবতে পারো। সেই চিন্তাশক্তির প্রকাশ ঘটাতে পারো।
হয়তো খুন গুলো গোগোলের দ্বারাই করা কিন্তু প্রতিশোধ গুলো ছিল এক নারীর তাইতো অরুন্ধতী তে ফিরতেই হলো।
এত এত মৃত্যু দেখালে তোমার উপন্যাসে কিস্তু কাবেরী কে মারতে পারলে না তুমি? তাহলে কিসের লেখক হলে হ্যাঁ। ওকে কোন কাজে লেগেছে এই উপন্যাসে? আমার তো মেজাজটাই গরম হয়ে গিয়েছিল।
কিছু প্রশ্নের উত্তর খোঁজে পাওয়া যায় না, সত্যি করে বলতে কি কিছু প্রশ্নর উত্তর খুঁজতে নেই। আর সেই অজানা উত্তর গুলোর জন্যই বহুকাল অব্দি মনের মাঝে বেঁচে থাকবে এই লেখা গুলো। তাই বলি থাক না কিছু উত্তর বিহীন প্রশ্ন, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে মনে করাবে গোগোল হিয়াদের।
মুক্তিতে হয়তো উপন্যাসের শেষ হয়েছে তবে শুরু হয়েছে নতুন জীবনের, সেই জীবন হয়ে উঠুক নির্ঝঞ্ঝাট শান্ত মনোরম।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।