07-02-2023, 10:55 PM
(This post was last modified: 07-02-2023, 10:56 PM by দীপ চক্কোত্তি. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-02-2023, 08:17 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: হে চক্রবর্ত্তী মহাশয়! আপনার ঘোষণার পর পর হইতেই এই অধম রুদ্ধশ্বাসে অপেক্ষা করিতেছিল কখন আসিবে! একলহমায় পড়িয়া লইলাম। কালিদাসের মেঘদূত হইতে যা লিখিলেন মন ভরিয়া গেল। আপনার লেখনী অসম্ভব সুন্দর। চরণতলে রেপু প্রদান করিলাম গ্রহণ করিলে কৃতার্থ হইব। এই অধম আপনাকে প্রণাম জানাইতেছে। পরবর্ত্তী পর্ব্বের অপেক্ষায় রহিলাম।
দেবশর্ম্মা মহোদয়, আপনার মন্তব্য এই অধমের দুর্বল কলমে উৎসাহের মসী প্রদান করিল। আপনার রেপু ভগবানের আশীর্বাদের মতো বর্ষিত হইল, এবং কৃতজ্ঞচিত্তে গৃহীত হইল।
প্রসঙ্গত আমার আরও দু'টি উপন্যাস (পূর্ববর্তী ফোরামে বহুচর্চিত ও জনপ্রিয়) এই মূূহূর্তে চলিতেছে।
১) সেক্টর ফাইভের সেক্স
২) এস টি সেক্স
পড়িয়া আপনার মূল্যবান মতামত দিলে বাধিত হইব
ভালবাসার ভিখারি