07-02-2023, 08:17 PM
হে চক্রবর্ত্তী মহাশয়! আপনার ঘোষণার পর পর হইতেই এই অধম রুদ্ধশ্বাসে অপেক্ষা করিতেছিল কখন আসিবে! একলহমায় পড়িয়া লইলাম। কালিদাসের মেঘদূত হইতে যা লিখিলেন মন ভরিয়া গেল। আপনার লেখনী অসম্ভব সুন্দর। চরণতলে রেপু প্রদান করিলাম গ্রহণ করিলে কৃতার্থ হইব। এই অধম আপনাকে প্রণাম জানাইতেছে। পরবর্ত্তী পর্ব্বের অপেক্ষায় রহিলাম।