07-02-2023, 06:18 PM
(07-02-2023, 11:15 AM)Bumba_1 Wrote: তোমার মন্তব্য পেয়ে আর অন্তিম পর্বটি যে তোমার ভালো লেগেছে তার জন্য বড়ই আপ্লুত এবং আনন্দিত হলাম, এইভাবেই পাশে থেকো সবসময়।![]()
তবে প্রশ্নও যেমন রেখেছি প্রত্যেকটির উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি শেষের কয়েকটা পংক্তিতে। একটু মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবে।![]()
এই উপন্যাসে অবশ্যই প্রেম ছিল, নিঃস্বার্থ ভালোবাসা ছিল, তবে একজন top to bottom প্রেমিক মানুষ হয়ে একটা out & out প্রেমের উপন্যাস তোমার থেকে আমরা আশা করতেই পারি। তোমার যা লেখনী শক্তি এবং যেভাবে স্বপ্ন বা ভাবনার বর্ণনাগুলো দাও সেগুলো পড়লে কোথায় যেন হারিয়ে যাই। কিন্তু তুমি তো কোনোকালেই সাহিত্যের ছাত্র নও।