Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(07-02-2023, 02:57 PM)Sanjay Sen Wrote:  যে কাজটা আমি বরাবর করে থাকি, প্রতিটি লাইন ধরে ধরে কাটাছেঁড়া করে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। কিন্তু আজ আমি কোনো বিশ্লেষনে যাব না, এমনকি এই উপন্যাসের একটা অংশ নিয়েও মন্তব্য করবো না। তবে কয়েকটি কথা অবশ্যই বলব ..

 সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম লেখকের এই প্রতিবেদন সাহিত্য পিয়াসীদের মনে নিগূঢ় যে বেদনার সৃষ্টি করেছে তা কেবলমাত্র নতুন একবিংশ ধারার দর্শনের সঙ্গে প্লেটনিক রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান নিম্নবিত্ত মানুষের জলশূন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করেছে। এছাড়াও আজকের বিশ্বে নারীর প্রতি সকল বৈষম্য, বঞ্চণা, শোষণ দূর করে পুরুষের সম-অধিকার ভোগ করা ও সুযোগ-সুবিধার নিশ্চিত করার জন্য লেখার মাধ্যমে তোমার এই মহান উদ্যোগকে আমরা পাঠকেরা স্বাগত জানাই। অসম্ভব ভালো লিখেছো ভাই বুম্বা, এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। গসিপ পরবর্তী যুগে এধরনের লেখা খুব একটা আসেনি।  শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয়, একেবারে সামাজিক সমস্যার মূলে কুঠারাঘাত করা এই উপন্যাস পাঠকদের মননে থাকবে বহুদিন। ভালো থেকো ভাই।

 একজন লেখকের দায়িত্ব কোনো কথায় কান না দিয়ে শুধুমাত্র লিখে যাওয়া .. নিজস্ব চিন্তার জগত থেকে, নিজস্ব যুক্তিবোধের আঙ্গিকে, নিজস্ব জ্ঞানের আলোকে। এরপর পাঠকের দায়িত্ব সেই সাগর সেঁচে মুক্তা আহরণ করা। একজন নিয়মিত এবং মনযোগী পাঠক হলেন একজন রত্নসন্ধানী, তার কাজই হলো প্রতিটি লেখা থেকে রত্ন খুঁজে বের করা। আর তুমি হলে সেই পাঠকদের মধ্যে অন্যতম সেরা। এই ধরনের মন্তব্য পেলে এমনিতেই লেখার ইচ্ছে হাজার গুন বেড়ে যায় একজন লেখকের .. ভালো থেকো।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত) - by Bumba_1 - 07-02-2023, 04:33 PM



Users browsing this thread: 2 Guest(s)