07-02-2023, 11:15 AM
(07-02-2023, 09:48 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: গতকাল রেপুটেশন শেষ হইয়া গিয়াছিল। তাই দিতে পারি নাই আজি চরণতলে তাহা নিবেদিত হইল। অনবদ্য কাহিনীর জন্য পুনরায় ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ বন্ধুবর
(07-02-2023, 10:29 AM)Somnaath Wrote:পথের শেষেও থেকে যায় পথঅন্তবিহীন কত অভিমত,কোনটা ভালো কোনটা মন্দকোনটা যে দেয় কাকে আনন্দ,গোগোল ওরফে অনির্বাণ, করে সংগ্রামযুদ্ধ জিতে কোন বলরাম,পথের ঠিকানা পথেই বাঁধাসবই যেন লাগে গোলকধাঁধা।
সমাপ্তিটা একদম যথাযথ হয়েছে। এই উপন্যাসের শুরুটাও যেমন মহা সমারোহে হয়ে হয়েছিল, শেষটাও তেমন মহা সমারোহে হলো। শেষ করার আগে অনেকগুলো প্রশ্ন রেখে গেলে, কিন্তু একটারও সেই ভাবে সমাধান করলে না ইচ্ছে করেই। পাঠকেরা যে যার মতো করে ভেবে নিক। সবশেষ এটাই বলি - এই উপন্যাস সকলের মনের মণিকোঠায় থেকে যাবে চিরকাল।
তোমার মন্তব্য পেয়ে আর অন্তিম পর্বটি যে তোমার ভালো লেগেছে তার জন্য বড়ই আপ্লুত এবং আনন্দিত হলাম, এইভাবেই পাশে থেকো সবসময়।
তবে প্রশ্নও যেমন রেখেছি প্রত্যেকটির উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি শেষের কয়েকটা পংক্তিতে। একটু মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবে।