07-02-2023, 10:29 AM
(This post was last modified: 07-02-2023, 10:30 AM by Somnaath. Edited 1 time in total. Edited 1 time in total.)
পথের শেষেও থেকে যায় পথ
অন্তবিহীন কত অভিমত,
কোনটা ভালো কোনটা মন্দ
কোনটা যে দেয় কাকে আনন্দ,
গোগোল ওরফে অনির্বাণ, করে সংগ্রাম
যুদ্ধ জিতে কোন বলরাম,
পথের ঠিকানা পথেই বাঁধা
সবই যেন লাগে গোলকধাঁধা।
সমাপ্তিটা একদম যথাযথ হয়েছে। এই উপন্যাসের শুরুটাও যেমন মহা সমারোহে হয়ে হয়েছিল, শেষটাও তেমন মহা সমারোহে হলো। শেষ করার আগে অনেকগুলো প্রশ্ন রেখে গেলে, কিন্তু একটারও সেই ভাবে সমাধান করলে না ইচ্ছে করেই। পাঠকেরা যে যার মতো করে ভেবে নিক। সবশেষ এটাই বলি - এই উপন্যাস সকলের মনের মণিকোঠায় থেকে যাবে চিরকাল।