07-02-2023, 09:31 AM
(07-02-2023, 12:27 AM)Boti babu Wrote: দাদা ঠিক মাথায় সব তালগোল পাকিয়ে দিলেন লৌকিক আলৌকিক সব এক জায়গাতে নিয়ে আসলেন। অনেকের ভালো লাগবে শেষটা আবার অনেকের মনে খুঁত খুত করবে শেষ অংশটা পড়ে। আচ্ছা অরুন্ধতী কি কোনও ভাবে সত্যি বেঁচে ছিল। সে জাই হোক যে ভাবে উপন্যাসের ইতি টানলেন তা অনবদ্য। শুরু থেকে শেষ পর্যন্ত একটা রোলারকোস্টারের ভেতর ছিলাম। অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। আগামীর সুভেচ্ছা রইলো শরীর সুস্থ রাখবে । অফুরন্ত ভালোবাসা রইলো।
এই গল্পের কারনে আমাদের মত পাঠকরাও ইতিহাসের সঙ্গী হয়ে গেলাম। যত দিন মুঠোফোন ইন্টারনেটে চটি উপন্যাসের ব্যবহার করবে প্রজন্মের পর প্রজন্ম ততদিন এই গল্প থাকবে সাথে আমরা যারা পাঠক ছিলাম তারাও ধন্যবাদ দাদা।
যে উপন্যাসের নামকরণে গোলকধাঁধা রয়েছে, সেই উপন্যাসের অন্তিম পর্বের পর পাঠকেরা যে গোলকধাঁধায় জড়িয়ে গিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না, সেটাই তো স্বাভাবিক এবং এটাই আমি চেয়েছিলাম। মজা করলাম, আসল কথা হলো .. এই জগতে ভালো কিছুর বিনাশ হয় না কোনোদিন। তাই অরুন্ধতীরা বারবার ফিরে আসে/আসবে দুষ্টের দমন করার জন্য। কখনো দেবী রূপে সংহার করবে অসুরকূল আবার কখনো মাতৃরূপে অন্য কোনো মাধ্যমে রক্ষা করবে তার সন্তানকে (হিয়ার মন্তব্যটা ভালো করে দেখো)। প্রায় এই উপন্যাসের শুরু থেকে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।