06-02-2023, 10:28 PM
(06-02-2023, 10:16 PM)Baban Wrote: স্মৃতির অংকে হারিয়ে গিয়ে আজকেও ভাবে যদি না হতো এমন কিছু তবে কেমন হতো? যদি নাই পেতাম অমন বন্ধু কেমন হতো? যদি শুরু থেকেই হাতে পেতাম তোমার হাতখানি তবে কেমন হতো? চিনে নিতে কি পারতাম তোমায় আমার মতো করে? হৃদয় কি জায়গা করে নিতে তুমি স্পন্দন নামে? কে জানে হয়তো এসবের কিছুই হতোনা। হয়তো হতোনা মোদের দেখা যদি না দেখতাম তুফান। সেই তুফান এলোমেলো হয়ে যাওয়া সংসারে ভেসে যাওয়া এক কিশোরের হাত বাড়িয়ে শেষ বাঁচার চেষ্টা আর হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নেওয়া জননীর সাথে যদি না হতো পরিচয়? যদি না চিনতাম এই দুনিয়া কেমন হতো? সাদা কালোর বাইরেও যদি সবুজ চিনতাম তবে কেমন হতো? আশ্চর্য দেখো আবারো এর মাঝে লাল রঙ ছিটকে এসে লাগলো এ মুখে। আবারো মুছে ফেলতে হবে এটা। যদি কেউ দেখে ফেলে!!
বাহ্ বাহ্ .. কেয়া বাত হ্যায় .. রুলায়েগা কেয়া