06-02-2023, 09:41 PM
আমি...... আমি ঠিক কি বলবো বুঝতে পারছিনা। মানে কোথা থেকে কোথায় চলে গেলো এই কাহিনী!! লৌকিক আর অলৌকিক এর মাঝের দরজা হালকা ফাঁক করে রেখে যে খেলা তুমি খেললে সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি। বাস্তব সত্যিই অদ্ভুত। তার থেকে অদ্ভুত কল্পনা হতেই পারেনা। কারণ তারও বোধহয় একটা সীমা আছে। আর সেই সীমায় বাঁধা থেকেই কলম যা সব সৃষ্টি করে গেলো একের পর এক এই গসিপির পাতায় তা ব্যাখ্যাহীন। দারুন ফাটাফাটি চরম এসব কিছুই বলবোনা আমি। এসবের উর্ধে চলে গেছে এটি।
আমি জানিনা শেষ পর্বতে এসে এমন একটা ক্লাইম্যাক্স হজম করতে কারো কারো কষ্ট হবে কিনা কিন্তু আমি মন প্রাণ থেকে চাইছিলাম যেন ওই বাচ্চা ছেলেটা একটা ভবিষ্যত পাক। আজকের গোগোলকে আমরা কতটা ঠিক চিনেছি নাকি বেঠিক আমি আর জানতে চাইনা কিন্তু সেই ছোট্ট গোগোল অনেক কিছু দেখে ফেলেছে ওই বয়সে আর না। এবার একটু মাথা শান্ত করে নতুন করে বাঁচার সুযোগ পাক। হৃদপিন্ড একটা মাংসপিন্ড হলেও তার ভিতরের স্পন্দন অমূল্য। সেই স্পন্দনে মিশে যাক লাল আবিরে মাখা কঠিন ভালোবাসা। আজ আর কারোর ওপর রাগ নয়, আজ শুধুই শান্তি আর শান্তি।
আর সেই সে ফিরে এসে যা সব করে গেলো তা বোধহয় একটা সতর্ক বার্তা পৌঁছে দিলো সকলের মাঝে। অন্তরের অসুরকে নিজের মধ্যেই আটকে রাখার চেষ্টা কোরো। যদি সেই শক্তি মুক্তি পেয়ে বেরিয়ে এসে বিকৃত কামনা চরিতার্থ করে তবে বাস্তব ও সময় একত্রিত হয়ে মহান শক্তিকে জাগিয়ে তুলবে আর আবারো সে ফিরে আসবে সকলের হয়ে প্রতিশোধ নিতে। তাই সাবধান!!
আমি জানিনা শেষ পর্বতে এসে এমন একটা ক্লাইম্যাক্স হজম করতে কারো কারো কষ্ট হবে কিনা কিন্তু আমি মন প্রাণ থেকে চাইছিলাম যেন ওই বাচ্চা ছেলেটা একটা ভবিষ্যত পাক। আজকের গোগোলকে আমরা কতটা ঠিক চিনেছি নাকি বেঠিক আমি আর জানতে চাইনা কিন্তু সেই ছোট্ট গোগোল অনেক কিছু দেখে ফেলেছে ওই বয়সে আর না। এবার একটু মাথা শান্ত করে নতুন করে বাঁচার সুযোগ পাক। হৃদপিন্ড একটা মাংসপিন্ড হলেও তার ভিতরের স্পন্দন অমূল্য। সেই স্পন্দনে মিশে যাক লাল আবিরে মাখা কঠিন ভালোবাসা। আজ আর কারোর ওপর রাগ নয়, আজ শুধুই শান্তি আর শান্তি।
আর সেই সে ফিরে এসে যা সব করে গেলো তা বোধহয় একটা সতর্ক বার্তা পৌঁছে দিলো সকলের মাঝে। অন্তরের অসুরকে নিজের মধ্যেই আটকে রাখার চেষ্টা কোরো। যদি সেই শক্তি মুক্তি পেয়ে বেরিয়ে এসে বিকৃত কামনা চরিতার্থ করে তবে বাস্তব ও সময় একত্রিত হয়ে মহান শক্তিকে জাগিয়ে তুলবে আর আবারো সে ফিরে আসবে সকলের হয়ে প্রতিশোধ নিতে। তাই সাবধান!!