05-02-2023, 06:30 PM
(05-02-2023, 03:12 PM)Baban Wrote:শরীর তোমায় চাইছে পেতেঅনেক অনেক কাছেআমার অন্তরে তোমার ওগোএকটা ছবি আছেসেই ছবিতে নগ্ন তুমিভুল বুঝোনা আমায়তোমার সে রূপ বড়ো সুন্দরআমায় বড্ড ভাবায়কেমন করে ওগো তোমায়নিজের করে পাবো?অন্য এক সুখের দেশেতোমায় নিয়ে যাবোসেই দেশেতে সবাই রাজাআর সঙ্গী তাদের রানীএমন এক দেশের খবরআমি ওগো জানিআসবে নাকি আমার সাথেধরে আমার হাতশরীরে শরীর মিশিয়ে মোরাকরবো বাজিমাত!!
দারুন পর্ব। আর শেষের কটা লাইন সত্যি ভাবতে বাধ্য করে আগে কি!!
সামান্য চেষ্টা এই গল্পের জন্য আমার পক্ষ থেকে ❤
অপেক্ষা করছিলাম আর পেয়ে গেলাম
দাদা তোমাকে দন্ডবত প্রণাম।
ছন্দের মূর্ছনা জাগিয়ে হৃদয়ে ভাঙচুর চালিয়ে ঝিমিয়ে পড়া সত্তা টাকে আবার জেগে উঠার যে আহ্বান তা ফিরাবার সাধ্য কার।
অনেক অনেক ভালোবাসা...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।