05-02-2023, 04:29 PM
(05-02-2023, 01:46 PM)Henry Wrote: কাবেরী আশ্চর্য হয়ে দেখছে এক নতুন সংসার। এই সংসারে বুধন প্রকৃতিজাত বন্ধুর পাহাড়ের মত শায়িত, তার বুকে ফুল ফলের মত টুনি, কুশিরা। মৃতপ্রায় 'সাগিনা' নামক বৃক্ষের জায়গায় গজিয়ে উঠছে 'কাবেরী' নামক উর্বর ভিনদেশী বৃক্ষ। বৃষ্টি বাইরে অবিরত, প্রকৃতি আরো উর্বর হয়ে উঠছে। নতুন বৃক্ষের জন্ম হবে এই অরণ্যে আজ থেকে আবার। বৃক্ষের যেমন জন্ম আছে, তেমন মৃত্যু আছে। শিকারীর মত তাকিয়ে রয়েছে খনির কারবারীরা। পাহাড় ফাটিয়ে গাছ কেটে অরণ্য হয়ে উঠবে একদিন নিঃস্ব। কাবেরীও একদিন ফিরে যাবে নিঃস্বতায়।
গোপনে অগোচরে সাংসারিক আনন্দে ভাসতে লাগলো একা একা।
+++++++++
উফফফফ কি অদ্ভুত মায়া জড়ানো গল্প লিখছেন দাদা!! উল্লেখিত ওই লাইন গুলোর মধ্যে যেন জাদু আছে। দেহ তত্ত্ব এইভাবেও ফুটিয়ে তোলা যায়। এইভাবেও সবুজ প্রকৃতির বুকে নর নারীর আদিম রূপ ফুটিয়ে তোলা যায়। এইভাবেও এক মায়ের মাতৃত্ব ও এক স্বামীর সোহাগ ফুটিয়ে তোলা যায়। এক নিষ্পাপ শিশুর ক্রন্দন বর্ণনা করা যায় আর ফুটিয়ে তোলা যায় বৃষ্টির আওয়াজ। যার প্রতি বিন্দু কোননা কোনো সবুজকে নতুন ভাবে বাঁচতে সাহায্য করে প্রতিবার।