শরীর তোমায় চাইছে পেতে
অনেক অনেক কাছে
আমার অন্তরে তোমার ওগো
একটা ছবি আছে
সেই ছবিতে নগ্ন তুমি
ভুল বুঝোনা আমায়
তোমার সে রূপ বড়ো সুন্দর
আমায় বড্ড ভাবায়
কেমন করে ওগো তোমায়
নিজের করে পাবো?
অন্য এক সুখের দেশে
তোমায় নিয়ে যাবো
সেই দেশেতে সবাই রাজা
আর সঙ্গী তাদের রানী
এমন এক দেশের খবর
আমি ওগো জানি
আসবে নাকি আমার সাথে
ধরে আমার হাত
শরীরে শরীর মিশিয়ে মোরা
করবো বাজিমাত!!
দারুন পর্ব। আর শেষের কটা লাইন সত্যি ভাবতে বাধ্য করে আগে কি!!
সামান্য চেষ্টা এই গল্পের জন্য আমার পক্ষ থেকে ❤


![[Image: 20230204-214325.jpg]](https://i.ibb.co/cYhTk0H/20230204-214325.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)