05-02-2023, 02:36 PM
(04-02-2023, 10:21 PM)Baban Wrote: আমি বুঝতে পারছি। কোনো কারণে কথা রাখতে না পারলে নিজের কেমন একটা লাগে। অন্যরা হয়তো মোটেও খারাপ ভাববে না কিন্তু নিজের ভেতরে খারাপ লাগা কাজ করে। কিন্তু তাও বলবো একদমই ওসব না ভাবতে। আগে নিজের শরীর ও কাজ তারপরে গল্প। কোনো তাড়াহুড়ো নেই। সময় নিয়ে সব কিছু সামলে তারপরে এসো। আর তাছাড়া অন্তিম পর্ব বলে কথা.....ইন্তেজার তো বান্তা হ্যা ❤
(05-02-2023, 11:23 AM)Chandan Ghosh Wrote: aj pabo to?
পরপর দু'দিন বিয়ে বাড়ি (আজও আছে), তার উপর কাজের চাপ, একজন আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান হওয়ার দরুন পারিবারিক কিছু চাপ .. সব মিলিয়ে একদম লেখার সময় পাচ্ছিনা। আগামীকাল অবশ্যই অন্তিম পর্ব আসবেই আসবে। কথা দিলাম।