05-02-2023, 08:54 AM
তোমার ঋতু বর্ষা ছিল,
আমার প্রিয় ফাগুন।
এক মনেতে বৃষ্টি হলে
অন্য মনে আগুন।।
তোমার জন্য পাহাড় ছিল
আমার জন্য নদী।
মন খারাপের ঘুম হবো
হৃদয় ভাঙে যদি।।
তোমার প্রিয় গল্প ছিল,
আমার প্রেমের কাব্য।
শক্ত করে জড়িয়ে ধরে
তোমার মন মাপবো।।
ভিড়ের মাঝে হারিয়ে গেলে
বলবো তোমায় হেঁকে।
চোখের কোনে তোমার নামে
কাজল দিয়েছি এঁকে।।
ছুঁইলে তুমি সর্বহারা,
শরীর জিয়ন কাঠি।
দস্যি ছেলে, শান্ত হও
এসো, চুপটি করে হাঁটি...।।
আমার প্রিয় ফাগুন।
এক মনেতে বৃষ্টি হলে
অন্য মনে আগুন।।
তোমার জন্য পাহাড় ছিল
আমার জন্য নদী।
মন খারাপের ঘুম হবো
হৃদয় ভাঙে যদি।।
তোমার প্রিয় গল্প ছিল,
আমার প্রেমের কাব্য।
শক্ত করে জড়িয়ে ধরে
তোমার মন মাপবো।।
ভিড়ের মাঝে হারিয়ে গেলে
বলবো তোমায় হেঁকে।
চোখের কোনে তোমার নামে
কাজল দিয়েছি এঁকে।।
ছুঁইলে তুমি সর্বহারা,
শরীর জিয়ন কাঠি।
দস্যি ছেলে, শান্ত হও
এসো, চুপটি করে হাঁটি...।।