04-02-2023, 01:36 PM
(04-02-2023, 12:36 AM)Boti babu Wrote: বলতে কষ্ট হলেও সত্যি তোমার বৌদি হচ্ছে টোটাল আনরোমান্টিক মানুষ ও শুধু সাড়া দিন কাজ কাজ আর কাজ নিয়ে থাকে কত বলি চলো একটু কোথাও ঘুরে আসি ওনার তখন এক কথা আমার কাজ আছে। হয়তো আমরা বিপরীত মেরুর তাই একজন আরেকজনকে এতো ভালোবাসি ।
এটাই তো ভালোবাসার শক্তি...
আর দুজন একই রকমের হয়ে গেলে কোথাও গিয়ে কখনও জীবন খৈই হারিয়ে।
কিছুটা অমিল থাকলে তবেই ভালোবাসার গভীরতা বাড়ে। একে অন্য আরও চেনা যায় জানা যায়। ছোট্ট ছোট্ট মূহুর্তের মাঝ দিয়ে আনন্দঘন পরিবেশের তৈরী করা যায়
প্রার্থনা করি তোমাদের ভালোবাসা আরও গভীর হোক...

দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
