04-02-2023, 12:27 PM
(02-02-2023, 05:55 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: ভয়ের কাহিনীর সবচেয়ে ক্ষতিকর দিক হইল, পড়িতে পড়িতে কেবলই মনে হয় শেষটায় কী হইবে? আর শেষ হইলে মনে হয় কেন শেষ হইল? আরেকটু ভয় খাওয়াইলে কী এমন দুপয়সার কালি ফুরাইত! শীতের শেষের আমেজে আসিয়া বেশ গা শিরশির করিল। কাহিনী লইয়া বলার কিছুই নাই, আগা হইতে গোড়া অবধি বান্ধিয়া রাখিয়াছিলে, প্রাঞ্জল ভাষার বুনোট। সব মিলাইয়া পয়সা উসুল।
হক কথা কইসো ভায়া।
যাক, জেনে ভালো লাগলো যে পছন্দ হয়েছে। মোটামুটি সব রকমের গপ্পো লেখা হয়ে গেলো। যদিও সব ধরণের বলাটা উচিত নয় কারণ বেশ কিছু বিভাগের গল্প লেখা অতীব শক্ত। তবু ছোট থেকে বড়োদের সবার জন্যই কিছু না কিছু লিখলাম। আর তার সাথে পেলাম তোমাদের / আপনাদের ভালোবাসা এটাই সবচেয়ে বড়ো প্রাপ্তি ♥️♥️
(04-02-2023, 11:08 AM)ddey333 Wrote:
দিলাম।
♥️♥️♥️