03-02-2023, 11:07 PM
(03-02-2023, 10:48 PM)Boti babu Wrote: এই বিয়েটা অনেক দিন মনে থাকবে , একদম স্বপ্নের মত মনে হয়েছে মন ভালো করা একটা পর্ব এমন একটা পর্বের জন্য রাত জাগা যাই।
অপরাধ নিজগুণে ক্ষমা করো,
এমন করে স্বপ্নের মত স্মরণীয় বিয়েটা তুমিও করে নাও বৌদি যদি রাজি হয়। তবে পিটুনি খেলে সেটার দ্বার ভার আমার নয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।