03-02-2023, 10:13 PM
(03-02-2023, 08:12 PM)nextpage Wrote: খানিক মনে হলো কোথাও গিয়ে আকর্ষণ টা কমে যাচ্ছে, পরক্ষণেই মনের ঈশান কোনে আশার মেঘের আনাগোনায় কিঞ্চিৎ আশার সাথে আকর্ষণ তৈরী হচ্ছে। হয়তো এখনো অনেক কিছুর উত্তর খোঁজা বাকি তাই হয়তো, নইলে এত সহজ সরল কি সব কিছু ঘটে নাকি পৃথিবীতে? যেটা যত সহজ দেখায় সেটা ততোই ঘোর পাকায়...
সুখ জীবনে সুখের দেখা খুব কমই পেয়েছে তাই হঠাৎ মোমোর কাছে আদর শাসন পেয়ে ওর নেওটা হয়ে উঠেছে তবে ভার্সিটির জীবনে অনেক হাওয়া বদল হবে তখন সুখ কতটা বদল না হয়ে থাকতে পারে সেটা অনুধাবন করার বিষয়।
আর প্লেজার মানে কথিত এসকর্ট সার্ভিস বিষয়টা কিন্তু এত সহজ নয়, এখানে ঢোকা সহজ বের হওয়া কঠিন। এত সহজে তো ছেড়ে দেবার কথা নয় সুখকে। যেমন সোসাইটি আদাজল খেয়ে লেগেছিল রত্নাকরের পেছনে।
আপনার যুক্তি আর চিন্তাভাবনা সঠিক এক্ষেত্রে,,,, সুখ আর দীপশিখার ভবিষ্যৎ নির্ঝঞ্ঝাট নয় সেটা বুঝতে পারছি.....
কিন্তু, পজিটিভ থিঙ্কিং নিয়েই রয়েছি...... যা হবে, সুখের ভালোর জন্যই হবে.......
প্রেম বিনে ভাব নাহি,
ভাব বিনে রস;
ত্রিভুবনে যত দেহ,
প্রেম হস্তে বশ।।
By: Syed alaol(1607-1680)
Modified


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)