03-02-2023, 09:46 AM
(02-02-2023, 08:49 PM)nextpage Wrote: যা একবার শুরু হয়েছে সেটার তো শেষ থাকবেই...
তবে আমরা মায়া আচ্ছন্ন কলিহত জীব যখন কিছু মায়াতে পড়ে যাই কিছুকে মন থেকে পাবার প্রবল আশা রাখি কখন যেন এই চলতি পথটা শেষ না হয় তেমন মনোবাসন পুষতে থাকি তাদের কাছে শেষ কথাটা আদতেই শেষ হয়ে ধরা দেয়৷ এই দু বর্ণের একটা শব্দে কত কিছু জড়িয়ে যায় তা কল্পনারও অতীত।
মন মানতে চাইছে না তবুও জানি শুরু যখন হয়েছিল তখন এটার শেষটাও তো দেখতেই হবে। বাইরের যতই কাঠিন্য দেখাই না কেন মনটা তো নরম মাটির দলা ক্ষণে ক্ষনে নিঃশব্দে কেঁদে উঠে।
খুব সুন্দর করে বললে মনটা আমারও ভারাক্রান্ত .. আবার মুক্তি পাওয়ার আশায় (নিয়মিত আপডেট দেওয়ার শৃঙ্খল থেকে) কিছুটা উৎফুল্লও বটে। সঙ্গে থাকো ..