02-02-2023, 09:46 PM
রীতিমতো বীর্য্যবান হইলাম। শর্মিষ্ঠা দেবীকে সাষ্টাঙ্গে প্রণাম। দত্তবাবুও যে ধন্য ধন্য করিতেছেন তাহা বলার অপেক্ষা রাখে না। এমন একখানি পর্ব্বকে এই অধমের প্রতি উৎসর্গ করিবার কারণে (প্রত্যুত্তর যথাযথ হইয়াছে) আপনার চরণে এই গরীবের প্রণাম রহিল দেবী। সালাম লইবেন।