02-02-2023, 09:38 PM
(02-02-2023, 08:06 PM)Bumba_1 Wrote: বহুদিন পর আমার থ্রেডে তোমার মন্তব্যের পেয়ে আমি যারপরনাই আপ্লুত এবং আনন্দিত। কিন্তু একটা কথা বোধগম্য হলো না বন্ধুবর, আমি তোমার জ্যেষ্ঠ হলাম কি করে? যেখানে আমার ধারণা বা অনেকে বলে আমি এখানে অনেকের থেকেই কনিষ্ঠ never mind, jokes apart
দীর্ঘদিন আমিও আসিতে পারি নাই তেমন মহাশয়, সময়াভাব চলিতেছে বড্ড। যেটুকু সময় পাইতে ছিলাম আসিবার নিমিত্ত তাহা কাহিনী পাঠেই খরচ করিয়াছিলাম। যেহেতু আমার অক্ষরবিন্যাস শম্বুকগতির তাই কমেন্ট করিতে গেলে বিস্তর সময় খরচ হইয়া যাইত তাই কেবল পাঠ করিয়া গিয়াছি। উহার কারণেই কিন্তু ধাঁধার শেষ লগ্নে সময়ে আসিতে পারিয়াছি নচেৎ পারিতাম না।
জ্যেষ্ঠ প্রসঙ্গে জনারণ্যে কী জবাব দিই! মহাবীর্য্যের কথা যদি বলেন, উহার বয়সের যে গাছ পাথর নাই তাহা তো সর্বজনবিদিত। সে তো আগমণকালেই নিজেকে ত্রিকালদর্শী কহিয়াছে, বর্তমানে বাঁচিয়া অতীত আঁকড়াইয়া ভবিষ্যতের গর্ভ সঞ্চয় করিতেছে। সাধে কী রাউডি সাহেব তাহাকে কালান্তরের পথিক কহেন! তাই সত্য কহিতে আপনি কেন এই জগতের সকল ব্যক্তি উহার কনিষ্ঠ! তাই বলা বাস্তবিক শক্ত। ধরিয়া লন এইযাত্রা আপনি জ্যেষ্ঠ রইলেন আর আমি কনিষ্ঠ। ছিয়াশির কারণেই বলিলাম আর কী।