02-02-2023, 08:59 PM
চাইলেই কি আর এমন মূহুর্তের পর ঘুম আসে? দুটো শরীর দুটো জায়গায় ছটফটিয়ে যাচ্ছে ভেতরের উত্তেজনাটাকে কোনমতে প্রশমিত করে নেবার আশায়। উপুড় হয়ে শুয়ে থাকা রুমা বালিশে মুখ গুজে নিজেকে শান্ত করার সংগ্রাম করে যাচ্ছে। ওর সারা শরীর জুড়ে প্রচন্ড বেগে বইতে থাকা রক্তের উত্তাপে হাত পা গুলো নিসপিস করছে। ভারী নিঃশ্বাস গুলো বালিশে আছড়ে পড়ে ভুস ভুস শব্দের তৈরী করছে৷
কদিন ধরেই কেমন জানি অকাজে ব্যস্ত হয়ে পড়েছি তার মাঝেও লেখাটা সখের বসে চালিয়ে যাচ্ছি কোন ভাবে তাই হয়তো একটু আধটু দেরি হয়ে যাচ্ছে আপডেট দিতে।
আগামীকাল রাতেই এই গল্পের নতুন পর্ব আসছে, ততোক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন...