02-02-2023, 08:56 PM
(02-02-2023, 02:34 PM)Baban Wrote: এই পর্ব ছিল দুই মায়ের আর দুই বন্ধুর। এক মা নিজের আদরের সোনাকে খালি পেটে ঘুমাতে দিতে চায়না। প্রয়োজনে নিজেও ক্ষুদার্থ হয়ে রাত পার করতে রাজি। নিজের বাবুকে নিজের হাতে খাইয়ে সুখ পায়।
আরেক মা নিজের ছোট্ট বাবুকে যতই পিট্টি দেবার ভয় দেখাক। তাকে ছাড়া থাকতেও পারবেনা। কাছের মানুষ যতই কাছের হোক.... নিজের সৃষ্টি সবচেয়ে আপন। তার স্থান নেওয়া ওতো সোজা নয়।
ওদিকে এক বন্ধু নিজের অন্য বন্ধুটার জন্য চিন্তিত। তার খেয়াল রাখতে যেমন মন চায় তেমনি একটা অধিকার বোধ থেকে কিছু আদেশ করতেও ভোলেনা। যদিও এটাই বোধহয় সবচেয়ে ভালো দিক বন্ধুত্বের।
আরেক বন্ধু জোড়ার মধ্যে বয়সের ফারাক যতই হোক না কেন তারাও ধীরে ধীরে একে অপরের অনেক কাছে চলে এসেছে। সেখানেও যেন একটা অধিকার বোধ লক্ষণীয়। তাই তো বন্ধুকে নিজের হাতে খাইয়ে দিতে চায় আরেক বন্ধু। এটাও বোধহয় বন্ধুত্বের সেরা দিক ❤
সম্পর্ক গুলো তৈরীই হয় অধিকারবোধর মাপকাঠিতে।
সম্পর্ক যত গভীর অধিকার বোধটাও তেমন করেই কাজ করে।
মা পৃথিবীতে এমন একজন যাকে কখনই ব্যাখ্যা করা যায় না আবার বন্ধুত্ব বিষয়টাও তেমনি দেখতে খুব সহজ কিন্তু এতটাও সহজ নয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।