02-02-2023, 08:06 PM
(02-02-2023, 06:16 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আমার কিছু বলিবার নাই জ্যেষ্ঠ, যাহা বলিবার দেবু ভায়া কহিয়া দিয়াছেন, তুমি শ্রেষ্ঠতম। এই উপন্যাসের অন্তিম চরণের প্রারম্ভে আমার আগমণ হইয়াছিল। নিছক আদিম সাহিত্য ভাবিয়া পড়া শুরু করিয়াছিলাম আর তাহার পর কখন যেন ভ্রম ভাঙ্গিয়া গেল তা বুঝি নাই, যখন টের পাইলাম দেখিলাম ডুব দিয়াছি অতলে, অতল গোলকের ধাঁধায়। একপ্রকার প্রতিযোগিতা চলিতেছিল বড় ভাই, জিদ চাপিয়া গিয়াছিল, উপন্যাসের অন্তিমের আগেই আমি এই মহাচক্র সম্পূর্ণ করিব, এবং আজ তাহা করিলামও আর করিবার পর সকলের আবেগের কারণও আত্মস্থ করিলাম! এখন, বাকীদের সাথে সমাসনে বসিয়া শেষের শেষ পড়িব! গোলকধাঁধা হইতে বাহির হইব ইহা ভাবিয়া খারাপই লাগিতেছে। সঞ্জয় সেন মহাশয়ের সহিত একমত, শেষকালে আসিয়া বাস্তবিক মন খারাপ হইয়া গিয়াছে। আমি তো উত্তরকালে যোগ দিয়াছি, যাঁহারা প্রথমকাল হইতে আছেন তাঁহাদের খারাপ লাগা তো বড্ড স্বাভাবিক।
বহুদিন পর আমার থ্রেডে তোমার মন্তব্যের পেয়ে আমি যারপরনাই আপ্লুত এবং আনন্দিত। কিন্তু একটা কথা বোধগম্য হলো না বন্ধুবর, আমি তোমার জ্যেষ্ঠ হলাম কি করে? যেখানে আমার ধারণা বা অনেকে বলে আমি এখানে অনেকের থেকেই কনিষ্ঠ never mind, jokes apart