02-02-2023, 08:03 PM
(02-02-2023, 05:07 PM)Somnaath Wrote: তোমার লেখা প্রথম যৌন উপন্যাস সতীলক্ষ্মীর সর্বনাশ উপন্যাসের পরিসমাপ্তিতে সেই অর্থে কোন চমক ছিল না। পরবর্তীকালে চক্রব্যূহে শ্রীতমা উপন্যাস অসাধারণভাবে শেষ হয়েছিল -- যেটা আজও অনেক পাঠক মনে রেখে দিয়েছে। শুধু এই ফোরামে তো নয়, অন্যান্য ফোরামেও ওই masterpiece নিয়ে এখনো আলোচনা হয়। এমনকি আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দের নয় নাগপাশ উপন্যাসের সমাপ্তিটাও মারাত্মকভাবে হয়েছিল। এখন দেখার গোলকধাঁধায় গোগোল এদের সবাইকে ছাপিয়ে গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা! অপেক্ষায় রইলাম।
দারুন বলেছো

তোমার এই মন্তব্যের পর যদি এই উপন্যাস সম্পর্কে তোমাদের আশা এবং আকাঙ্ক্ষা fullfil না করতে পারি, এই ভয় এবং চিন্তা আমার উপর কি পরিমাণ মানসিক চাপ সৃষ্টি করবে/করছে বুঝতে পারছো? রাগ করোনা যেন, একটু মজা করলাম
