02-02-2023, 05:55 PM
ভয়ের কাহিনীর সবচেয়ে ক্ষতিকর দিক হইল, পড়িতে পড়িতে কেবলই মনে হয় শেষটায় কী হইবে? আর শেষ হইলে মনে হয় কেন শেষ হইল? আরেকটু ভয় খাওয়াইলে কী এমন দুপয়সার কালি ফুরাইত! শীতের শেষের আমেজে আসিয়া বেশ গা শিরশির করিল। কাহিনী লইয়া বলার কিছুই নাই, আগা হইতে গোড়া অবধি বান্ধিয়া রাখিয়াছিলে, প্রাঞ্জল ভাষার বুনোট। সব মিলাইয়া পয়সা উসুল।