02-02-2023, 05:07 PM
(This post was last modified: 02-02-2023, 05:09 PM by Somnaath. Edited 1 time in total. Edited 1 time in total.)
তোমার লেখা প্রথম যৌন উপন্যাস সতীলক্ষ্মীর সর্বনাশ উপন্যাসের পরিসমাপ্তিতে সেই অর্থে কোন চমক ছিল না। পরবর্তীকালে চক্রব্যূহে শ্রীতমা উপন্যাস অসাধারণভাবে শেষ হয়েছিল -- যেটা আজও অনেক পাঠক মনে রেখে দিয়েছে। শুধু এই ফোরামে তো নয়, অন্যান্য ফোরামেও ওই masterpiece নিয়ে এখনো আলোচনা হয়। এমনকি আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দের নয় নাগপাশ উপন্যাসের সমাপ্তিটাও মারাত্মকভাবে হয়েছিল। এখন দেখার গোলকধাঁধায় গোগোল এদের সবাইকে ছাপিয়ে গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা! অপেক্ষায় রইলাম।