01-02-2023, 09:56 PM
(This post was last modified: 01-02-2023, 10:23 PM by কলমচি৪৫. Edited 2 times in total. Edited 2 times in total.)
(01-02-2023, 12:43 PM)cuck son Wrote: এই ফোরামে সব ধরনের গল্পের পাঠক আছে। কোন কোন গল্পের পাঠক একটু বেশি একটিভ কোন গল্পের কম । "কম রেসপন্স পেলে মন খারাপ করার কিছু নেই" এই ধরনের কথা বলা সহজ কিন্তু হজম করা কঠিন, তাই বললাম না । তবে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে । সেটা বলছি।
পাঠক চাহিদা চিন্তা করে তো আর গল্প লেখা হয় না । ওটা করতে হয় সিনেমা বানানোর সময় , দর্শক না দেখলে প্রচুর টাকা লস হয়ে যাবে না হলে । কিন্তু গল্প লেখার ব্যাপারটা আলাদা । এখানেও সময় খরচ হচ্ছে ঠিক , কিন্তু সময়টা একদম বৃথা যাচ্ছে না । লেখার সময় লেখক নিজেও সময়টা উপভোগ করছেন। তাই পাঠক রেসপন্স না পেলে পুরোটাই যে ফাউ গেলো এমন কিন্তু নয় ।
আপনার গল্পের বেশ কিছু চরিত্র আমার পছন্দ হয়নি । তাই গল্প পড়ার আগ্রহ আরও বেড়ে গেলো । শুভকামনা রইলো ।
কোন কোন চরিত্র পছন্দ হয়নি এবং কেন হয়নি সেটা জানালে ভালো লাগতো। প্রয়োজন মতো তাহলে পরিবর্তন করতে পারতাম।