01-02-2023, 08:33 PM
(This post was last modified: 01-02-2023, 09:21 PM by buddy12. Edited 2 times in total. Edited 2 times in total.)
(01-02-2023, 12:16 AM)nextpage Wrote: সময় টা কেমন বড্ড তড়িঘড়ি করছে না মানে আমার ঘড়িতে নয় দাদার গল্পে।
মনের দ্বিধাবোধ যে দ্বন্দ্বে সূচনা করে তাতে মানুষ ভেতরে ভেতরে পুড়তে থাকে, সোনা পুড়ে খাঁটি হয় কিন্তু সব মানুষ তো সোনা নয়। মোমোর মনে অনেক দ্বিধা নিজেকে নিয়ে সুখ কে নিয়ে দুজনার ভবিষ্যৎ নিয়ে আর সেটার একটা বিহিত করতেই বিয়েটা তড়িঘড়ি করেই করতে চাইছে। নইলে কি যাকে পরদিন বিয়ে করবে ভাবছে তাকে কি আগের দিন কেউ হাফ প্যান্ট কিনে দেয়? ছেলে নাকি আবার ভার্সিটি তে পড়বে!
সবকিছু কেমন অদ্ভুত রকমের শান্ত দেখাচ্ছে, ভয়টা কিন্তু ওখানেই ঝড় উঠার আগে প্রকুতি কিন্তু এমন করেই শান্ত দেখায়। তবে এবারের গল্পে দাদা ভিন্ন কিছু করার চেষ্টা করছে তাই সব প্রেডিকশন বারবার রসাতলে যাচ্ছে।
যাকগে এতো চিন্তা করে লাভ কি বরং কামদেব দাদার লেখা আস্বাদন করতে থাকি।
দেখা যাক "কোন কূলে যে ভিড়লো তরী" র মতোই হয় অথবা অন্য রকমের কিছু।
হাফ প্যান্ট টা বোধহয় বারমুডা, না হলে নীচে দিয়ে বেরিয়ে যাবে।
লাইক ও রেপু দিলাম।