31-01-2023, 11:59 AM
(31-01-2023, 01:27 AM)Boti babu Wrote: প্রথম অভিজ্ঞতা তখন ছয় সাত বছরের তাই যতটা মনে আছে ততটা বলছি তার আগে সময় বুঝার জন্য কয়েকটা কথা বলছি আমাদের গ্রামে বাড়ি আছে এখনো, যেটা দাদুর আমলের তো আমরা মাঝে মধ্যেই দিদিদের কলেজের ছুটিতে ওখানে ঘুরতে যেতাম বাবা মার সাথে বিশেষ করে দোল পূর্ণিমা, তারপর কালি পূজা যেখানে ব্রহ্মা শীতলা পূজা হতো আমাদের বাড়িতে ।তখন ওখানে সব কাকাত ভাই বোন পিসির ছেলে সব আসতো সব মিলিয়ে আমরা ভাইবোন ছিলাম 22 জন তো বুঝতেই পারেন সব বাচ্চারা মিলে কেমন ধামাল করতাম। তখন গ্রাম মানে পুরো একদম গন্ড গ্রাম যাকে বলে, যেখানে বিদ্যুতের আসে নি তখন, যেখানে সন্ধের সাথে সাথে রাত হয়ে যেত তাড়াতাড়ি ভাত খেয়ে আটটাতে ঘুম, রাতে বাড়ির সাথের জঙ্গল থেকে শিয়াল এর আওয়াজ শুনা যেত ভোর বেলা সব ভাই বোনেরা মিলে ফুল তুলতে যেতাম তখন বন মোরগ দেখাযেত । তারপর ছোট ভাই বোনের গ্রামের বালুওয়ারি কলেজে খিচুড়ি খেতে চলে যেতাম সেখান থেকে এসে পুকুরে দাপাদাপি এক দের ঘন্টা দাদু ঠাকুমার চিল চিৎকার করলে তারপর ঘরে বিকালে আম গাছে উঠে কে কত উপরে উঠতে পারবে তার কম্পিটিশন এই ছিল আমার ছোট বেলা । তো আমার ঠাকুমার এক বোনের বাড়ি ছিল আমাদের বাড়ির থেকে একটু দুরে ঠাকুমা সব সময়ই বলতো দুপুরে যেন ঐ দিদার বাড়ি দিকে একা একা না যাই রাস্তা ভালো না ।এই ঘটনা সত্যিই ভাবতে বাধ্য করে তাহলে হয়েছিলটা কি?
বিনা কারণে একটা বাচ্চা কেন এমন করবে? নিশ্চই কিছু তো ঘটেছিলো সে দুপুরে তার সাথে। উফফফ সাংঘাতিক। হয়তো বিরাট কোনো কিছু নয় কিন্তু সেটাই তো বাস্তবিক। এ তো আর ফিল্ম নয় যে বাড়িয়ে দেখানো হবে। বেশ ভয় লাগলো দাদা। তবে সবচেয়ে ভালো লাগলো কো জানেন? ছোটবেলার ওই সহজ সরল জীবনের অংশটা। আনন্দে হই হুল্লোড় করে ভাই বোনদের সাথে একসাথে কাটানো সময়। ওটার অনুভূতি আলাদাই ♥️