31-01-2023, 11:28 AM
একদম শেষের দিকে এসে গোগোলের confession উপন্যাসের বাকি চরিত্রগুলোর মতো আমাকে অবাক করে দিলেও कुछ तो बात है , এত সরলীকরণ করে দাঁড়ি টানবে না তুমি সেটা আমি ভালো করেই জানি। মনে একটা কিছু উঁকি দিচ্ছে, কিন্তু সেটা আমি অবশ্যই এখন বলবো না। শেষ পর্বের পরেই বলবো। তবে কাবেরী দেবী বাড়াবাড়িটা সত্যিই আর মেনে নেওয়া যাচ্ছে না। ওনার উচিৎ শিক্ষা পাওয়ার সময় এসেছে এবার। আর টবরের কথা কি বলবো?
বড্ড কান্না পাচ্ছে যে , এই উপন্যাস চিরকাল সকলের মনের গভীরে থেকে যাবে
ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলন ছলে বিরহ আনো।
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মন ভুলানো মোহনতানে গান গাহিয়া
হে ক্ষণিকের অতিথি
বড্ড কান্না পাচ্ছে যে , এই উপন্যাস চিরকাল সকলের মনের গভীরে থেকে যাবে