Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(30-01-2023, 11:55 PM)nextpage Wrote: ঠোঁটের কাছে নোনতা জলের উৎস খুঁজতে গিয়ে খবর পেলাম চোখ দুটো ভেজা। প্রহেলিকায় মেতে থাকা সময় জ্ঞান নিয়ে ভাবনার অবসর না দিয়েই অন্তরালে থাকা হৃদয় প্রকোষ্ঠে কষ্টের চাপ সইতে পারলাম না। ভারী ভারী শব্দের ওজনে মস্তিষ্ক নত হয়ে আসে শব্দার্থের গুপ্ত খেলায়।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে- তবে টগর রানি ফরফরানি যে অমর হয়ে গেল। ওর বিশ্বাস ওর নিঃস্বার্থ ভালোবাসা মনের গুপ্ত কুঠুরিতে লুকানো একান্ত অনুভূতির বহিঃপ্রকাশে সে নিজেকে অমর করে নিয়েছে। তাই বুঝি ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেবার সৌভাগ্য সে পেয়ে গেছে অন্তে।
বাকি অংশ নিয়ে আজ কিছুই বলবো না, আজ যে আমার মন ভালো নেই।

প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ  thanks ভালো থাকো, পড়তে থাকো এবং অবশ্যই লিখতে থাকো।
 
(31-01-2023, 09:48 AM)Somnaath Wrote:
তুমি সেরা ছিলে, সেরা আছো এবং সেরাই থাকবে। এই পর্ব পড়ার পর কোনো বিশ্লেষণের দরকার নেই, এমনকি, ভালো হয়েছে না খারাপ হয়েছে না মাঝারি হয়েছে - এইসব অবান্তর কথা বলারও প্রয়োজন বোধ করছি না। যতবার পড়ছি, শুধু দু'চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। আর গুরুদেবের এই গানটা মনে পড়ছে‌ ..............

আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে।

প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ  thanks গানটা যে আমারও ভীষণ কাছের, ভীষণ প্রিয়। মন খারাপ হলেই এই গান আমি গাই .. তোমরা অনেকেই শুনেছ। 

(31-01-2023, 10:02 AM)ddey333 Wrote: এরকম একটা উপন্যাস যে এখানে আমরা পাবো তা কল্পনাতীত ছিল কোনো সন্দেহ নেই।

বুম্বা তুমি সেরাদের সেরা !!

clps clps 

Champion of the Champions !!

yourock Namaskar

অসংখ্য ধন্যবাদ দাদা  Namaskar  thanks
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 31-01-2023, 10:47 AM



Users browsing this thread: 9 Guest(s)