31-01-2023, 12:57 AM
কিছু প্রশ্ন আমাদের সামনে রেখে শেষ হলো গল্পটা। একদিক দিয়ে ভালোই হয়েছে। যে যার মতো ভেবে নিক। কিন্তু আমার মনে হয় জোজোর মায়ের ওপর বিশেষ করে নজর ছিল। আর তার কারণটা শেষে জানাই গেলো। তবে স্বপ্নের অংশ টা সাংঘাতিক ছিল। হয়তো টেনে নিয়ে যাচ্ছিলো ক্ষতি করার জন্য। ওই তারক বাবু মানুষটা নিশ্চই কিছু একটা বুঝতে পড়েছিল যেটা এদের বলেনি। গল্পটা পড়ে মনে হচ্ছিলো যেন সত্যি কোনো ঘটনা পড়ছি। দারুন দারুন।
ভয় ১ এর থেকেও ভালো হয়েছে এই ভয় ২ এর শেষ পর্ব।
আবারো তাড়াতাড়ি নতুন কিছু চাই দাদা। অপেক্ষায় থাকবো।
ভয় ১ এর থেকেও ভালো হয়েছে এই ভয় ২ এর শেষ পর্ব।
আবারো তাড়াতাড়ি নতুন কিছু চাই দাদা। অপেক্ষায় থাকবো।