30-01-2023, 11:55 PM
ঠোঁটের কাছে নোনতা জলের উৎস খুঁজতে গিয়ে খবর পেলাম চোখ দুটো ভেজা। প্রহেলিকায় মেতে থাকা সময় জ্ঞান নিয়ে ভাবনার অবসর না দিয়েই অন্তরালে থাকা হৃদয় প্রকোষ্ঠে কষ্টের চাপ সইতে পারলাম না। ভারী ভারী শব্দের ওজনে মস্তিষ্ক নত হয়ে আসে শব্দার্থের গুপ্ত খেলায়।
জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে- তবে টগর রানি ফরফরানি যে অমর হয়ে গেল। ওর বিশ্বাস ওর নিঃস্বার্থ ভালোবাসা মনের গুপ্ত কুঠুরিতে লুকানো একান্ত অনুভূতির বহিঃপ্রকাশে সে নিজেকে অমর করে নিয়েছে। তাই বুঝি ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেবার সৌভাগ্য সে পেয়ে গেছে অন্তে।
বাকি অংশ নিয়ে আজ কিছুই বলবো না, আজ যে আমার মন ভালো নেই।
জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে- তবে টগর রানি ফরফরানি যে অমর হয়ে গেল। ওর বিশ্বাস ওর নিঃস্বার্থ ভালোবাসা মনের গুপ্ত কুঠুরিতে লুকানো একান্ত অনুভূতির বহিঃপ্রকাশে সে নিজেকে অমর করে নিয়েছে। তাই বুঝি ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেবার সৌভাগ্য সে পেয়ে গেছে অন্তে।
বাকি অংশ নিয়ে আজ কিছুই বলবো না, আজ যে আমার মন ভালো নেই।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।